তৃণমূল নেতাই জানেন না নেত্রীর উন্নয়ন প্রকল্পের নাম, রেগে লাল অনুব্রত

তৃণমূল নেতাই জানেন না নেত্রীর উন্নয়ন প্রকল্পের নাম, রেগে লাল অনুব্রত

 

সিউড়ি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন৷ ২১-এর নির্বাচনকে পাখির চোখ করেই এগোচ্ছে রাজ্যের তৃণমূল সরকার৷ শুরু হয়ে গিয়েছে প্রচারের তোড়জোড়৷ একের পর এক প্রকল্প এনে ভোট ময়দানে বাজিমাত করার কৌশল নিয়েছে তৃণমূল৷ ভোট ব্যাঙ্ক বাড়াতে শান দিচ্ছে ‘প্রকল্প’ অস্ত্রে৷ অথচ রাজ্য সরকারের প্রকল্পগুলির নাম বলতে গিয়ে ঘাম ছুটল তৃণমূল কর্মীর৷ ‘পড়া’ না পাড়ায় খোদ অনুব্রত মণ্ডলের জোড় ধমক খেলেন তৃণমূল নেতা৷ 

আরও পড়ুন- সরু রাস্তায় সাইকেল চালানোর কেএমডিয়ের প্রস্তাব খারিজ পুলিশের

শুক্রবার সিউড়ি ১ নম্বর ব্লক, ভুরকুনা অঞ্চলে আয়োজিত তৃণমূলের কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের ক্লাস নিতে বসেছিলেন অনুব্রত মণ্ডল৷ তাঁদের মগজাস্ত্রের পরীক্ষা নিতে গিয়ে দেখলেন, অধিকাংশ কর্মীই একেবারে ‘গোল্লা’৷ একের পর এক ছাত্রকে ‘পড়া’ ধরছিলেন হেড স্যার৷ না পারলেই জুটছিল ধমক, ব্যাঙ্গোক্তি৷ এদিন সিউড়ি-১ নম্বর ব্লক, ভুরকুনা অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে বিরাট জমায়েত করে সভা করেন অনুব্রত৷ সভার শুরুতে এক তৃণমূল কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি প্রকল্পের নাম বলতে বলেন অনুব্রত৷ প্রকল্পের নাম বলচতে গিয়ে রীতিমতো হোঁচট খান তিনি৷ এর পরেই অনুব্রত বলেন, ‘‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকারের প্রকল্প রয়েছে৷ অথচ তার নাম বলতে পারছে না৷ শিক্ষিত ছেলে হয়ে এই সব নিয়ে কালতার করো না? তাহলে মানুষকে বোঝাবে কী করে৷ নিজে জানো না বলেই মানুষের বাড়ি যাও না, মানুষকে বোঝাতে পারো না৷’’


 

এর পর অবশ্য উত্তরটাও তিনিই দেন৷ বীরভূমের জেলা সভাপতি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মোট ৬৫টি প্রকল্প চালু করেছে৷ সম্প্রতি আরও একটি প্রকল্প চালু করেছেন তিনি৷ সেই প্রকল্পটা কি? জানতে চান অনুব্রত৷ সেই উত্তরও অবশ্য মেলেনি৷ উত্তর বাতলান দাপুটে নেতাই৷  এদিন শুরুতেই বুথ কমিটির নেতার কাছে অনুব্রত জানতে চান, বুথে কত ভোটার? কত ভোটে হার? অনুব্রতর প্রশ্ন শুনে কার্যত আকাশ থেকে পড়েন ওই তৃণমূল নেতা৷ কত ভোটার আছে বুথে, তা জানতে কর্মীদের সহযোগিতাও চান ওই তৃণমূল নেতা৷ কিন্তু, অনুব্রতকে তিনি জানাতে পারেননি, তাঁর বুথে তৃণমূল কত ভোটে পিছিয়ে৷ নেতার মুখ থেকে জবাব না পেয়ে রাগে ফুঁসতে থাকেন অনুব্রত৷

 

আরও পড়ুন- সাবধান! বাংলার ১০ জেলায় সক্রিয় ৪টি জঙ্গি গোষ্ঠী, NIA জালে ৬ জঙ্গি

অন্য একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় অঞ্চল প্রেসিডেন্টকেও ধমকান অনুব্রত৷ তিনি বলেন, অঞ্চল প্রেসিডেন্ট যদি না জানে, তাহলে বুথ প্রেসিডেন্ট জানবে কী করে? পাশাপাশি বুথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুণগান করছে কিনা, মহিলাদের কাছে থেকে তাও জানতে চান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =