নন্দীগ্রাম: শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে শূন্য বিজেপি। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনেই নিরঙ্কুশ জয় পয়েছে শাসকদল। একটি আসন গিয়েছে বামেদের ঝুলিতে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাটনী কেন্দ্রে বিপুল জয়ে উচ্ছ্বসিত তৃণমূল। তবে শুধু নন্দীগ্রাম নয়, শুভেন্দুর নিজভূমি কাঁথির ৩ নম্বর ব্লকের মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসনেও পরাজিত গেরুয়া শিবির৷
আরও পড়ুন- স্কুলের নামের বানানেই ভুল! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা
হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতিতে ৫২টি আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷ সিপিএম প্রার্থী দেয় ২৯টি আসনে৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জেতে তৃণমূল। রবিবার বাকি ৫১ টি আসনে ছিল ভোটগ্রহণ৷ ফল প্রকাশের পর দেখা যায় সবুজ ঝড়৷ ২,৫০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটই তৃণমূলের পক্ষে যায়। এদিকে, নন্দীগ্রামে বিজেপি পেয়েছে মাত্র ৩ থেকে ৪ শতাংশ ভোট৷ কাঁথি ৩ ব্লকের মারিশদায় সবক’টি আসনেও জয়ী তৃণমূল। সেখানেও বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় তলানিতে৷ যা নিয়ে দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়েছেন শুভেন্দু। সমবায় নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা৷ মোতায়েন করা হয় পুলিশও।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব বাগ বলেন, ‘‘বিজেপি বলেছিল বোর্ড গঠন করবে৷ বিজেপি’র হাত ধরার কী অভিজ্ঞতা তা ভালোই বুঝতে পেরেছে মানুষ। তাই সমবায়ের উন্নয়নের জন্য তৃণমূলেই আস্থা রেখেছেন এলাকাবাসী।’’ অন্যদিকে, হুগলির সিঙ্গুরে বামেদের তাছ থেকে একটি সমবায় ছিনিয়ে নিয়ে বিধায়ক বেচারাম মান্না বলেন, ‘‘এই জয় মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>