পুরুলিয়া: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য৷ এরই মধ্যে ক্রমশ উন্মুক্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা৷ এবার ভুল বানান একেবারে স্কুলের নামেই৷ যা নিয়ে রীতিমতো তোলপাড় পুরুলিয়া৷
আরও পড়ুন- টাকা রাখার বিনিময়ে পার্থকে ব্ল্যাকমেলিং? কত কমিশন নিতেন অর্পিতা? উঠে এল চাঞ্চল্যকর তথ্য
জেলার ১ নম্বর গ্রামীণ চক্রের রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের উপর লেখা স্কুলের নামের বানান ভুল লেখা হতেই শোরগোল বাধে৷ যেখানে প্রাথমিক হয়ে গিয়েছে ‘প্রার্থমিক’। গ্রামীণ বানান লেখা হয়েছে ‘গ্রামিন’। এমনকি ইংরেজিতে ‘প্রাইমারি’ শব্দটির বানানও ভুল লেখা হয়েছে। দিন কয়েক আগে পুরুলিয়ারই একটি স্কুলের আবেদন পত্রে ইংরেজি ‘স্কুল’ বানান ভুল নিয়ে হইচই পড়েছিল৷ ফের বানান ভুল করে শিরোনামে পুরুলিয়া৷ এবার চর্চায় রুদড়া প্রাথমিক বিদ্যালয়৷
বারবার বানান ভুলে প্রশ্ন উঠেছে জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে৷ স্কুলের শিক্ষকদের চোখে কি এই ভুল বানান চোখে পড়েনি? আর যদি পড়ে থাকে, তা হলে কেন ভুল শুধরানো হল না? সে প্রশ্ন উঠেছে। আভিভাবকরা বলছেন, স্কুলের মূল দরজায় এমন ভুল বানান লেখা থাকলে বাচ্চারা কী শিখবে? এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন প্রাক্তনীরাও৷
এদিকে, ভুল বানান বিতর্কে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কবিতা মাহাত বলেন, ‘‘যদি ভুল হয়ে থাকে, তা হলে অবিলম্বে তা সংশোধন করে নেওয়া উচিত। এই বিষয়ে সবার আগে শিক্ষক-শিক্ষিকাদের যত্নশীল হতে হবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>