কলকাতা: আজ প্রার্থী তালিকা প্রকাশ করার কথা থাকলেও সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার জানা যাচ্ছে আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, একই দিনে বিজেপির প্রার্থী তালিকা আংশিকভাবে প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। বিজেপি প্রার্থী তালিকা দিল্লি থেকে প্রকাশ করা হবে।
আরও পড়ুন- ত্রিপুরা মডেলে বাংলায় নির্বাচন হবে! হুঁশিয়ারি শুভেন্দুর
সূত্র মারফত জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কমপক্ষে ৪০ নতুন মুখ দেখতে পাওয়া যাবে একই সঙ্গে ৮০ বছরের বেশি বয়সী কেউ এবার টিকিট পাবেন না। সেই সঙ্গে গ্ল্যামার দুনিয়া থেকে যারা দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত মিলছে। তবে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা কেন প্রকাশ করছেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
তবে এটা প্রায় সকলের জানা যে, শুক্রবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শুভ বলে মনে করেন। এর আগেও নির্বাচনের প্রার্থী তালিকা তিনি শুক্রবার প্রকাশ করেছিলেন। এই দিনে তিনি নিজে পুজো-আচ্ছা করেন, উপস রাখেন, সেই কারণেই ‘পয়া’ শুক্রবারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন তিনি। আরও একটা বিষয় জানা গিয়েছে যে, এবার নির্বাচনী প্রার্থী তালিকায় থাকবেন অনেক বেশি সংখ্যক মহিলারা। অর্থাৎ মহিলা প্রার্থীর দিকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- শিল্পপতি পরিবারে বধূর রহস্যমৃত্যু, আত্মহত্যা? নাকি খুন!
অন্যদিকে জানা গিয়েছে, প্রথম দুই দফা নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি শিবির। কমপক্ষে ৬০ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে তাদের। এই প্রেক্ষিতে আগামীকাল দিল্লিতে বৈঠক করবে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে আগামী শুক্রবার রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়ে যাবে বহুগুণ। উল্লেখ্য, আগামী সোমবার অর্থাৎ ৮ মার্চ জোট দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে।