তৃণমূলের ইস্তেহারে নয়া চমক! ‘দুয়ারে রেশন’ প্রকল্পে এবার ঘরে ঘরে পৌঁছবে চাল-গম

তৃণমূলের ইস্তেহারে নয়া চমক! ‘দুয়ারে রেশন’ প্রকল্পে এবার ঘরে ঘরে পৌঁছবে চাল-গম

কলকাতা:  নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ ইস্তেহারে থাকছে বিশেষ চমক৷ যে রেশন দুর্নীতি নিয়ে বারবার শাসক দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, সেই রেশেন এবার ঘরে ঘরে রেশন পৌঁছনোর প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার৷ ক্ষমতায় এলে চালু করা হবে ‘দুয়ারে সরকার’৷ 

আরও পড়ুন-  পাখির চোখ বিজেপির পরাজয়! আজ নন্দীগ্রামে জনসভা করছেন কৃষক নেতা রাকেশ টিকাইত

যার ফলে এবার থেকে রেশন পেতে আর দোকানে যেতে হবে না৷ রেশন দোকানের লম্বা লাইন হবে অতীত৷ ঘরে বসেই মিলবে রেশন৷ রবিবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে থাকছে এই বিশেষ চমক৷ রাজ্য সরকার বিপিএল তালিকাভুক্তদের ২ টাকা কিলো দরে চাল দিয়ে থাকে৷ লকডাউনের পর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বারবার রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ বিশেষ করে আম্পানের পর এই দুর্নীতির অভিযোগ আরও জোরাল হয়েছে৷ শাসকদলের গলার কাঁটা হয়ে উঠেছে রেশন দুর্নীতি৷ বিরোধীরা বারবার রেশনের খাদ্য সামগ্রী পাচারের অভিযোগ তুলেছে৷ এছাড়াও ভুয়ো কার্ড দেখিয়ে রেশন তোলা, বরাদ্দের তুলনায় কম সামগ্রী দেওয়া বা নিম্নমানের সামগ্রী দেওয়ার মতো অভিযোগও বারবার উঠেছে৷ এ নিয়ে বারবার বিক্ষোভ হয়েছে৷ ভোটের মুখে সেই রেশকেই হাতিয়ার করল শাসক শিবির৷ তাই এবার তৃণমূলের প্রতিশ্রুতি ‘দুরায়ে রেশন’৷ রেশন কারচুপির অভিযোগ দূর করতে ঘরে বসেই মিলবে রেশন৷ ভোটের আগে স্বচ্ছ রেশন ব্যবস্থার আশ্বাস দিতে চাইছে তৃণমূল৷ বিরোধীদের মোক্ষম জবাব দিয়ে ঘরে ঘরে  রেশন পৌঁছে দেওয়ার মাস্টার স্ট্রোক দিল রাজ্য সরকার৷  

আরও পড়ুন- ভোট প্রচারে দেবের অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে, কিসের ইঙ্গিত?

এবারে ভোটে বিরোধীদের হাতে প্রধান অস্ত্র বেকারত্ব, নিয়োগ দুর্নীতি৷ অন্যদিকে, শাসক দলের অস্ত্র হতে চলেছে উন্নয়ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *