ফেসবুক লাইভে এসে ফের বেফাঁস মদন মিত্র, কড়া ব্যবস্থা নিতে চলেছে দল

ফেসবুক লাইভে এসে ফের বেফাঁস মদন মিত্র, কড়া ব্যবস্থা নিতে চলেছে দল

কলকাতা:  ফেসবুক লাইভে এসে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন মদন মিত্র৷ তাঁর বিস্ফোরক মন্তব্যে ফের দলের অন্দরে তৈরি হয়েছে চাপানউতোর৷ অভিযোগ, লাইভে এসে তৃণমূলের নীতি বিরোধী মন্তব্য করেছেন মদন৷ শুধু তাই নয়, দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক৷ তার জেরেই মদনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে দল৷ শুত্রবারই তাঁকে শোকজ করা হবে বলে দলীয় সূত্রে খবর৷ যদিও এপ্রসঙ্গে এখনও পর্যন্ত মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

আরও পড়ুন- বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট? আদালতকে যা জানাল কমিশন

গত কয়েকদিন ধরে কখনও ফেসবুকে কখনও প্রকাশ্যে ভোটের প্রচারে আসা দলীয় নেতাদের বিরুদ্ধে তোপ দেগে চলেছে মদন মিত্র৷ যা নিয়ে অস্বস্তিতে পড়েছে দল৷ দিন কয়েক আগে ডায়মন্ডহারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দলের অন্তরে তৈরি হয়েছে চাপানউতোর৷ এর পরেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, যা বলার তা দলের অন্দরেই বলতে হবে৷ না হলে শৃঙ্খলার প্রশ্নে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে৷ কিন্তু এর পরেও বিতর্ক থামেনি৷ একদিকে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে বিভাজন৷ অন্যদিকে, পুরপ্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট৷ এরই মধ্যে মদন মিত্রের বিস্ফোরক লাইভ৷  

এদিন লাইভে এসে মদন মিত্র বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারবেন, মদন তুমি দল বিরোধী কাজ করেছে? মদন তুমি পার্টিকে সাবোটেজ করেছ৷ যাঁর চরিত্র দল বিরোধী নয়, সে কোনও পরিস্থিতিতেই দলের বিরোধিতা করবে না৷ যাঁরা এসব করছেন তাঁরা মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের পতাকায় হাত লাগালে, হাতে আগুল লেগে যাবে৷’’  তিনি আরও বলেন, ‘‘আমার কথা কোনও বড় সংবাদমাধ্যম ছাপবে না৷ তাই ফেসবুক লাইভে এসেই বলতে হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ফিরে এলে বলব, যাঁরা দলের কোর কমিটিতে আছেন তাঁরা মিলে যেন দলটাকে বেঁধে দেয়৷’ মদনের কথায়, ‘দল সুন্দর ভাবে চলছে৷ ঠিক যেমন ভালো গান৷ হাততালিও পড়ছে৷ তবে রেকর্ডিংয়ে যেন একটি চিঁ চিঁ শব্দ হচ্ছে৷’’ মদন বলেন, ‘প্রয়োজনে আমাকে তাড়িয়ে দেবেন৷ কিন্তু আপনারা সকলে মিলে একটা স্থির সিদ্ধান্ত নিন৷’’

এখানেই শেষ নয় এদিন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক৷ তিনি এও বলেন, সৌগত রায় বিটি রোড দিয়ে গেলে কামারহাটির মানুষ বুঝে নেবে৷ নাম না করে ক্ষমতার দালাল বলেও তোপ দাগেন তিনি৷ সুর চড়িয়ে মদন বলেন, দলে এজেন্সি ঢুকিয়ে সব লেনাদেনা ঘেঁটে দিয়েছে৷  তিনি আরও বলেন,  ‘যাঁরা মনে করছেন, দুষ্কৃতকারী, লম্পট, ধর্ষক, গুণ্ডা-বদমাশ, মাতালকে ৫০০ টাকা দিয়ে জমা করে তৃণমূলের পতাকা ধরাব, তাহলে দেখে নেব৷ সৌগত রায় যদি বলেন কেন এগুলো করছিস, তাহলে ছবিগুলো হাতে ধরিয়ে দেব৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =