পুলিশের গাড়িতেই তৃণমূলের ‘স্টিকার’! ভোট আবহে চাঞ্চল্য

পুলিশের গাড়িতেই তৃণমূলের ‘স্টিকার’! ভোট আবহে চাঞ্চল্য

114ea6c7dc88a5309578301c63e6d860

আসানসোল: ভোট চলছে। বুথের বাইরে পুলিশের গাড়ি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা হল পুলিশের গাড়িতেই নির্দিষ্ট রাজনৈতিক দলের স্টিকার! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে আসানসোলে। সেখানের ৫১ নম্বর ওয়ার্ডের বাইরে যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল তাতে তৃণমূল কংগ্রেসের স্টিকার মারা! ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

আরও পড়ুন- নিম্নগামী দেশের কোভিড গ্রাফ, পরিসংখ্যানে আজ বড় স্বস্তি

জানা গিয়েছে, আসানসোলের চেলিডাঙ্গা হাই স্কুলের সামনে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িতেই তৃণমূল প্রার্থীর সমর্থনে স্টিকার লাগানো ছিল! কী ভাবে পুলিশের গাড়িতে এইভাবে কোনও দলের সমর্থনে স্টিকার লাগানো থাকে, তাও আবার সেই গাড়ি নিয়েই ভোটের দায়িত্ব পালিত হয় তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, পুলিশকে নিশানা করেছেন বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, পুলিশের উচিত নিরপেক্ষ থাকা কিন্তু এসব কাণ্ডই বলে দিচ্ছে যে তারা কোন দিকে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টিকার সম্পর্কে পুলিশকে বললেও প্রাথমিক ভাবে তাদের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে, বিধাননগরের পাশাপাশি আসানসোলের ভোটের উত্তাপ তুঙ্গে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সিআইএসএফ নিরাপত্তা ছাড়া তিনি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে ঢুকতে পারবেন বলে পুলিশের পক্ষে জানানো হয়, এমনটাই দাবি করছে বিজেপি। অন্যদিকে, সকালেই আসানসোলে দুই বিজেপি প্রার্থীকে আটক করা হয় বলে খবর ছিল। ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থীকে আটক করে পুলিশ। কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত জমায়েতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। তার প্রেক্ষিতেই তাদের আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *