‘জনগণের একটা টাকাও নিইনি, তদন্ত হলে স্বাগত’, চ্যালেঞ্জ মোহিত সেনগুপ্তর

‘জনগণের একটা টাকাও নিইনি, তদন্ত হলে স্বাগত’, চ্যালেঞ্জ মোহিত সেনগুপ্তর

কলকাতা: এ রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি কী ভাবে বহু গুণ বৃদ্ধি পেল তা নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা৷ আদালতে মামলা দায়ের হওয়ার দু’দিন পর ‘পূর্ণ সত্য’ নিয়ে সামনে এল তৃণমূল। তাদের দাবি, সম্পত্তি বৃদ্ধি নিয়ে বাম, বিজেপি, ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। তৃণমূলের দাবি, সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, আবু হেনা, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্যর৷ নাম রয়েছে কান্তি গঙ্গোপাধ্যায়, নেপাল মাহাতো, ফণীভূষণ মাহাতো, মোহিত সেনগুপ্তর মতো নেতারও৷ পাল্টা প্রতিক্রিয়া বিরোধীদের৷ এদিকে, সম্পত্তি বৃদ্ধি মামলায় ২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- অপকীর্তি ঢাকবার জন্য আরও পাঁচটা নাম জোড়ার চেষ্টা, সম্পত্তি বৃদ্ধি ইস্যুুতে খোঁচা কান্তির

উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নাকি ক্ষতি হয়েছে, সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি৷ ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান থাকার পর ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ওই পদে ছিলাম৷ আমি দুই বারের বিধায়ক৷ চ্যালেঞ্জ করে বলতে পারে জনগণের একটা টাকাও নিয়েছি৷ তদন্ত হলে স্বাগত৷