জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল, হচ্ছে মাস্টারপ্ল্যান

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল, হচ্ছে মাস্টারপ্ল্যান

কলকাতা:  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই গলা ফাটাতে শুরু করেছে তৃণমূল৷ পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাতেই ‘মোদীবাবু পেট্রোল বেকাবু’ হ্যাশট্যাগে টুইটারে প্রতিবাদের ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার সংসদেও এই ইস্যুতে সুর চড়ানোর পরিকল্পনা নিচ্ছে তৃণমূল৷ তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান৷ 

আরও পড়ুন- ‘BJP বাম-কংগ্রেসের মতো হবে না’, বিরোধী মোকাবিলায় ‘নতুন ছাত্রদের’ মন্ত্র দিল তৃণমূল

প্রসঙ্গত, করোনা আবহে আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম৷ আমাদের রাজ্যেও ১৯ জেলায় সেঞ্চুরি পাড় করে দিয়েছে পেট্রোলের মূল্য৷ অন্যান্য রাজ্যে আগেই তা ১০০ ছুঁয়েছে৷ এর প্রতিবাদেই রবিবার একটি পুরনো টুইট রি-টুইট করেন অভিষেক৷ তিনি টুইটে লেখেন, ‘‘জ্বালানির দাম ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করতে বিজেপি সরকার কঠিন পরিশ্রম করছে৷’’ এবার সংসদেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে চাইছে তৃণমূল৷ রাস্তায় নেমে প্রতিবাদের পরিকল্পনাও রয়েছে দলের৷

জ্বালানি কর কমানোর প্রস্তাব দিয়ে সোমবারই নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে মূল্যবৃদ্ধির খতিয়ান স্পষ্ট তুলে ধরা হয়েছে৷ নোট বন্দির পরেও প্রতিবাদে সোচ্চার হয়েছিল তৃণমূলষ এবার পেট্রোপণ্য৷ সংসদেও যে এবার পোট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল ঝড় তুলতে চলেছে তা প্রায় স্পষ্ট৷ যার নেতৃত্বে থাকবেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রমাণ করল উচ্চশিক্ষা এখন কর্পোরেটদের খপ্পরে বিরাট এক মহার্ঘ পণ্য!

সংসদে ঝড় তোলার আগে আগামী ১০ ও ১১ তারিখ প্রতিবাদে সামিল হবেন তৃণমূল নেতারা৷ এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে৷ রাজপথে চলবে শক্তি প্রদর্শ৷ এর জন্য অন্যান্য বিরোধীদের সঙ্গে তৃণমূল হাত মেলাতে পারে বলেও শোনা যাচ্ছে৷ ফলে একদিকে রাজপথে নেমে অন্যদিকে লোকসভায় সাঁড়িশি আক্রমণ চালানোর কৌশল নিয়েছে তৃণমূল৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =