‘ভোটের পর কোথায় থাকবেন, আপনার রিস্ক’, কট্টর BJP-দের চমকানোর নিদান তৃণমূল বিধায়কের

‘ভোটের পর কোথায় থাকবেন, আপনার রিস্ক’, কট্টর BJP-দের চমকানোর নিদান তৃণমূল বিধায়কের

পাণ্ডবেশ্বর:  কোনও রকম রাখঢাক না করে চাঁচাছোলা ভাষায় বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিয়ে বিতর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর৷ পাণ্ডবেশ্বর বিধানসভার  লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে যোগ দিয়েছিলেন নরেন্দ্রনাথ৷ সেখানেই বিজেপি-র কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকি দিতে শোনা যায় তাঁকে৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম৷ 

আরও পড়ুন- ইডি-র হাজিরা এড়ালেন অভিষেক! ই-মেল করে জানালেন কারণ

ভাইরাল হওয়া ভিডিয়োতে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি ভোট দিতে গেলেই ধরে নেওয়া হবে বিজেপি-কে ভোট দেবেন। কিন্তু, ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক। আর যদি ভোট দিতে না যান, তাহলে ধরে নেব, আপনি আমাদের সমর্থক। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’

ভিডিয়োটি ঘিরে বিতর্ক শুরু হতেই মুখ খোলেন নরেন্দ্রনাথ৷ প্রথমসারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এই ভিডিয়োটি বহুদিনের পুরনো। সম্ভবত কোনও পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেছিলাম। পাণ্ডবেশ্বরে শান্তিতেই ভোট হয়৷ এখানে আমরা সব দলের কর্মীরা একসঙ্গে মিলেমিশে থাকি।’’ হঠাৎ করে এই ভিডিয়োটি ভাইরাল হওয়া প্রসঙ্গে তাঁর পাল্টা অভিযোগ, ‘‘হাওয়া গরম করতেই এসব কাজ করছে বিজেপি৷ এসব করে প্রচারের আলোয় আসতে চাইছে৷ তৃণমূলের বদনাম করার জন্যই এই ধরনের কাজ করছে৷’’ 

এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ তিনি বলেন, “উনি এটা বুঝে গিয়েছেন যে, বিজেপি-র লোকেরা যদি ভোট দেওয়ার সুযোগ পান, তা হলে ওঁরা হারবেন। তবে এ ভাবে হুমকি না দিলেই ভাল৷” সেই সঙ্গে তাঁর কটাক্ষ, “উনি তো অনুব্রত মণ্ডলেরই শিষ্য!’’