কলকাতা: কয়লা পাচার মামলায় ফের তবল করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ কিন্তু, মঙ্গলবার তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির সদর দফতরে হাজিরা দিচ্ছেন না। জানা গিয়েছে, ই-মেল মারফত আইনজীবীরা ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইডি-র দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘কবচ’ পেলেন না কেষ্ট! গরু পাচার কাণ্ডে সমন পাঠাতে বাধা রইল না CBI-এর
ইডির সমন পেয়ে গত রবিবার দিল্লি উড়ে গিয়েছিলেন অভিষেক। তবে দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, এই সমনের পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত৷ তার আগে সেপ্টেম্বর মাসেও দিল্লিতে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেই সময় ৮-১০ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। ইডি’র সমন থেকে অব্যাহতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু, তার পিটিশন খারিজ করে দেয় আদালত৷
গত সপ্তাহে শুধু অভিষেকই নন, দিল্লিতে ইডি-র সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ ইডি-র সমনের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক-রুজিরা। সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানি করা হবে কিনা, তা বিবেচনা করে দেখবেন। ফলে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেকের সমনও বহাল রয়ে যায়৷ কিন্তু ব্যক্তিগত কারণ দর্শিয়ে হাজির এড়ান তৃণমূল সাংসদ৷ ইডি-কে ই-মেলে সে কথা জানিয়ে দেন অভিষেক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>