কলকাতা: রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান সহ বন্যা নিয়ন্ত্রণে বাকি থাকা প্রকল্পগুলি রূপায়নে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ দীপক অধিকারী, সুখেন্দুশেখর রায়, বিধায়ক জুন মালিয়া সহ নয় সদস্যের এক প্রতিনিধি দল আজ দিল্লিতে আট দফা দাবি নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াতের সঙ্গে দেখা করে দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে কেন্দ্রীয় অর্থের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন- ‘ভুল বোঝাবুঝিতে পরিবর্তন হয়েছিল’, তৃণমূলে ফিরে অকপট বিশ্বজিৎ
বৈঠক শেষে সুখেন্দু শেখর রায় বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় গ্রামবাসীদের পুনর্বাসন এবং ভাঙ্গন নিয়ে সুনিদৃষ্ট একটি কেন্দ্রীয় নীতি তৈরির দাবিও জানান হয়েছে। প্রকল্প রূপায়নে রাজ্য সরকার কেন্দ্রকে সব ধরনের সহযোগীতা করবে বলেও প্রতিনিধি দলের তরফে জানান হয়। পাশাপাশি ডিভিসির জল ছাড়া ও জলাধারগুলি সংস্কার করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া বৈঠকে কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পে কেন্দ্রের বকেয়া ১৪৮ কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানান। অন্যদিকে, ঘাটাল মাস্টার প্ল্যান ও কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্প দুটি কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী এইদিন আশ্বাস দিয়েছেন বলে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন।
বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জল্পনা উদ্দীপক মন্তব্য করেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেতা দেব। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী না হচ্ছেন ততদিন পর্যন্ত প্রতিবারের এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না ঘাটাল। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার আদতে কোন কাজ করছে না এবং তাদের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব রূপ পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলেই সমস্যার সমাধান হবে। তিনি আরো জানান, ভোটের সময় বিজেপি শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় একাধিকবার চিঠি দেওয়ার পরেও তাদের ঘুম ভাঙ্গে না। এই প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট বক্তব্য, কেন্দ্রে যে সরকার থাকুক না কেন ঘাটালের সমস্যার সমাধান হবে না। আর বর্তমান সরকার থাকলে তো আরোই নয়। তাই তিনি স্পষ্টভাবেই বলে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী করতে হবে।