কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থী তালিকা ঘোষণা করার মতো সিদ্ধান্ত এবার নেননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরং এবার একেবারে সমঝে বুঝে পদক্ষেপ নিতে চাইছে ঘাসফুল শিবির। তাই একদিনেও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না তাদের তরফে। সূত্রের খবর, বুধবার এবং শুক্রবার দুই ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে এই দুইদিনে প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা।
আরও পড়ুন: রূপকথার রোমাঞ্চ! IAS প্রেমিককে বিয়ে করতে ৫৬৫ কিমি পথ পাড়ি দিলেন এই IPS
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ঠিক কী কারণে, তাই নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের একাংশের মত, এই ধরণের সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝিয়ে দিচ্ছেন যে দল চাপে রয়েছে। একবারে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করলে যদি আবার দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসে তাহলে ভোটের আগের ফের বড়োসড়ো অস্বস্তিতে পড়বে তারা। তাই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করে জল বুঝে নিতে চাইছে ঘাসফুল শিবির। যদিও এই তত্ত্ব একেবারেই মানতে রাজি নয় দলীয় নেতারা। তাদের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক কৌশল কখনো এক থাকতে পারে না, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও সেই মতই পদক্ষেপ নিচ্ছে দল। তবে একদিনে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হোক কিংবা ধাপে ধাপে, প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এই নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করে ফেলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ‘আমার ভুলের সাজা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না’, প্রকাশ্য সভামঞ্চে ‘ক্ষমাপ্রার্থী’ অনুব্রত
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছিলেন, রাজ্যের ক্ষমতায় থাকা দল প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে এটা স্বাভাবিক, কিন্তু আগে হোক বা পরে, তালিকা প্রকাশ করে বিশেষ লাভ হবে না কারণ, এর আগে লোকসভা ভোটের সময় সবচেয়ে আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। তখন দেখা গিয়েছিল এক ডজন আসন কমে গিয়েছে! এবারেও সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি।