কলকাতা: একুশের বিধানসভা ভোটে তিনি ছিলেন দলের একনিষ্ঠ সৈনিক৷ তাঁর উপর আগাধ আস্থা রেখেছিলেন খোদ দলনেত্রী৷ তাঁর কাঁধে ভর করে হ্যাট্রিক করেছে দল৷ তাঁর পরিশ্রম ও কূটনৈতিক সিদ্ধান্ত তৃণমূলের ঝুলি ভরে দিয়েছে৷ ভোটে জেতার পর তাঁর হাতে আরও বড় দায়িত্ব সঁপেছেন দলনেত্রী৷ যুব নেতা থেকে তিনি এখন দলের সর্বভারতীয় সধারণ সম্পাদক৷ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাঁধা হয়েছে নতুন গান৷ গানের পরতে পরতে জানানো হয়েছে কুর্নিশ৷ তুলে ধরা হয়েছে তাঁর সংগ্রাম৷ সেই গান এবার গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তৃণমূল৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটি এবার থেকে বানানো যাবে কলার টিউন৷
আরও পড়ুন- দীনেশের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী কে? তিন নেতার নাম নিয়ে জোড় জল্পনা
যে কোনও নেটওয়ার্ক ইউজাররাই এই গানটি কলার টিউন করতে পারবেন৷ সেক্ষেত্রে ৫৩৭১২৫৪৫৩১৫- এই কোড নম্বরটি ব্যবহার করতে হবে বলে তৃণমূলের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে৷ তবে জিও সাভন অ্যাপ এবং এয়ারটেল ডব্লুওয়াইএনকে মিউজিক অ্যাপ থেকেও ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটি কলার টিউন করা যাবে৷ এই গানের ছত্রে ছত্রে রয়েছে অভিষেকের লড়াই৷ গানের কথায়, ‘গরীবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/ বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।’ এমনকী এই গানে অভিষেককে ‘সবুজ সেনাপতি’ বলেও অভিহিত করা হয়েছে। গানটির গায়ক ও সুরকার কেশব দে৷ কথা বাদল পালের৷
আরও পড়ুন- নির্বাচনী আধিকারিকদের চিঠি, ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের
২০২১-এ লড়াইয়ের সুরটা বেঁধে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য৷ ভোট ময়দানে ঝড় তুলেছিল ‘খেলা হবে’ গান ও স্লোগান৷ অভিষেককে সামনে রেখে যুব তৃণমূলের নতুন গানের যে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে তাতে তুলে ধরা হয়েছে সবুজ সেনাপতির লড়াইকে৷ রাখা হয়েছে বিভিন্ন জনসভায় তাঁর ভাষণের ক্লিপিংস৷ রয়েছে যশ বিদ্ধস্ত এলাকায় যাওয়ার ছবি৷ আছে বজ্রপাতে নিহতদের বাড়ি যাওয়ার ভিডিয়ো৷