DA আন্দোলনকারীদের প্রচ্ছন্ন 'হুমকি' তৃণমূল নেতার, গর্জে উঠল বিক্ষোভকারী সংগঠন

কলকাতা: ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। উঠেছে এমনই অভিযোগ। তিনি আসন্ন পঞ্চায়েত ভোটে তাদের ‘চাপে রাখতে’ নিদান দেন দলীয় কর্মীদের। এই নিয়ে এবার গর্জে উঠল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট কর্মীদের প্রতি এই হুমকি প্রমাণ করেছে যে তাদের দাবি কতটা যুক্তিযুক্ত।
আরও পড়ুন- জট কাটল না পঞ্চায়েত নির্বাচন মামলার, এখনও অপেক্ষা জারি
ভাঙড় ১ নম্বর ব্লকে বড়ালিতে একটি দলীয় সভা থেকে এদিন তৃণমূল নেতা কাইজার আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডিএ নিয়ে যারা আন্দোলন করছে তারাই ভোট করাতে আসবে। ওরা কিন্তু সব ওই লোক, যারা ভাতা দাও বলে আন্দোলন করছে, ভোট করতে যাব না বলে আন্দোলন করছে। ওরা যখন বুথে আসবে, নিজেদের লোক বলে চাটাচাটি যেন কেউ না করে। তৃণমূল নেতার নিদান, ''ওদের ডিস্টার্ব সারিয়ে দিতে হবে।'' শাসক দলের এই নেতার বক্তব্যকে কখনই ভালোভাবে দেখছে না আন্দোলনকারীদের মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ভাঙড়ের শাসক দলের নেতা কাইজার আহমেদ যে ভাষায় সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, যাঁরা ভোট কর্মী হিসেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব পালন করবে তাঁদের চাপে রাখার হুমকি দিলেন তাতে প্রমাণিত হল নির্বাচন কতটা হিংস্র হতে চলেছে। তাই তাদের দাবি যে কতটা যুক্তিযুক্ত সেটা আবার প্রমাণ হয়েছে। এই মন্তব্যের পাশাপাশি সুনিশ্চিত নিরাপত্তার দাবিও জানান হয়েছে। সংগঠনের বক্তব্য, তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন প্রতিটি ভোট কর্মীর সুনিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও ভাবেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না তারা। প্রয়োজনে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ হবে।