জট কাটল না পঞ্চায়েত নির্বাচন মামলার, এখনও অপেক্ষা জারি

জট কাটল না পঞ্চায়েত নির্বাচন মামলার, এখনও অপেক্ষা জারি

কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে যে চূড়ান্তভাবে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন তা আগেই জানা গিয়েছিল। তারা শুধুমাত্র অপেক্ষা করছে কলকাতা হাইকোর্টের সবুজ সঙ্কেতের। কারণ ভোট নিয়ে একাধিক দাবিতে মামলা দায়ের হয়ে আছে আদালতে। কিন্তু হাইকোর্ট সেই মামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আজও জট কাটল না পঞ্চায়েত নির্বাচন মামলার। জানা গিয়েছে, শুক্রবার আবার মামলার নতুন করে শুনানি হবে। 

আরও পড়ুন- সুপ্রিম করতে ফের পিছল শুনানি, ডিএ নিয়ে জটিলতা বাড়ছেই

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এপ্রিল মাসে ভোট হতে পারে। কারণ প্রবল গরমে অর্থাৎ মে মাসে ভোট করাতে উদ্যোগী ছিলেন না খোদ মুখ্যমন্ত্রী। তবে সেটি যে এখন আর হচ্ছে না এটা স্পষ্ট। আপাতত ইঙ্গিত মিলেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর নির্বাচন নিয়ে ঘোষণা হতে পারে। দিনক্ষণ হয়তো তখনই জানাবে কমিশন। তবে যতক্ষণ না পর্যন্ত কলকাতা হাইকোর্ট কোনও রায় দিচ্ছে ততক্ষণ ভোট নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই মুহূর্তে তাই পঞ্চায়েত নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করে, বুথ সংখ্যাও চূড়ান্ত করে বসে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অন্তত এমনটাই জানা গিয়েছে।