সুপ্রিম কোর্টে ফের পিছল শুনানি, ডিএ নিয়ে জটিলতা বাড়ছেই

সুপ্রিম কোর্টে ফের পিছল শুনানি, ডিএ নিয়ে জটিলতা বাড়ছেই

নয়াদিল্লি: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই একটি ইস্যুতে কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন তারা। কলকাতা হাইকোর্ট থেকে এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শীর্ষ আদালতে উঠলে তার শুনানি পিছিয়ে যায়। এবার ফের একবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। 

আরও পড়ুন- মাথা পিছু পাঁচ লক্ষ অগ্রিম! এর পর মানিকের কাছে চাকরির জন্য সুপারিশ পাঠাতেন শান্তনু

এর আগে গত ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তার জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। কিন্তু নির্দিষ্ট দিনেই মামলাটি থেকে সরে দাঁড়ান এক বিচারপতি তাই সেইবার মামলার শুনানি হয়নি। এরপর জানুয়ারি মাসে আবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। তখন জানান হয়েছিল যে, রাজ্যের পেশ করা হলফনামায় ত্রুটি ছিল। তাই ১৫ মার্চ এই মামলার শুনানির দিন ধার্য হয়। অবশেষে সেই দিনও শুনানি হবে না। আদালত সূত্রে জানা গিয়েছে, ‘আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার’ এই সংক্রান্ত সব মামলার শুনানি আগামী ২১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সেই মামলাগুলির মধ্যে রাজ্যের ডিএ মামলাও ছিল।