শুধু চিঠি ফরোয়ার্ড করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, শীতলকুচি নিয়ে CEO-কে তৃণমূল

শুধু চিঠি ফরোয়ার্ড করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, শীতলকুচি নিয়ে CEO-কে তৃণমূল

কলকাতা: শীতলকুচির ঘটনায় কমিশনের দ্বরস্থ তৃণমূল৷ সিইও-র সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধি দল৷ বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পরাজয় সম্পর্কে বিজেপি যত নিশ্চিত হচ্ছে, তত বেশি করে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে৷ 

আরও পড়ুন- দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫২.৮৯ শতাংশ, ঝড়ো ব্যাটিং আলিপুরদুয়ারের

তিনি আরও বলেন, একটা রাজ্যের নির্বাচনে এই ভাবে প্রধানমন্ত্রীর আগমন ভাবা যায় না৷ ভারতবর্ষে অতীতে এমন হয়েছে বলে আমার জানা নেই৷ আগে প্রধানমন্ত্রী হয়তো একবার-দু’বার আসতেন৷ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এখন ডেইলি প্যাসেঞ্জারি করছেন৷ প্রতি সপ্তাহে উনি রাজ্যে আসছেন৷ তাঁদের ঘিরে প্রশাসনিক তৎপরতা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, যাতায়াতের  বিশাল ব্যবস্থা করা হচ্ছে৷ একটা দল কী বিপুল পরিমাণে অর্থ শক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে ভাবা যায় না৷ সুদীপ জানান, আজ যে ঘটনা ঘটেছে, তাঁর প্রতিবাদে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কালো ব্যাজ পরে কালা দিবস পালন করবেন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে আমাদের বক্তব্যের পাশাপাশি আগামীকালের এই কর্মসূচি সম্পর্কেও জানানো হয়েছে৷ 

সুদীপ বলেন, আমরা তাঁকে বলেছি, রাজ্যে মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে শুধু চিঠি ফরোয়ার্ড করার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখবেন না৷ যদিও সিইও এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ তাঁর কথায়, তবে যত আক্রমণই হোক৷ আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসনে জিতবে৷ আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিহতদের বাড়িতে যাবেন বলেও জানান সৌগত রায়৷ এই ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =