দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫২.৮৯ শতাংশ, ঝড়ো ব্যাটিং আলিপুরদুয়ারের

দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫২.৮৯ শতাংশ, ঝড়ো ব্যাটিং আলিপুরদুয়ারের

a7c35fcb4de747b2d43b5026d6418922

কলকাতা: একাধিক তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ চতুর্থ দফার নির্বাচনে। প্রথম তিন দফার মত এই দফায় নির্বাচনেও সকাল থেকে একাধিক জায়গায় উত্তাপের ছবি ধরা পড়েছে। সেই প্রেক্ষিতে পাল্লা দিয়ে চলছে ভোট দান। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১ টা পর্যন্ত চতুর্থ দফায় ভোট পড়েছে ৫২.৮৯ শতাংশ। সবচেয়ে বেশি শতাংশ ভোট পড়েছে আলিপুরদুয়ারে।

আজ যে কটি জেলায় ভোট হচ্ছে তার নিরিখে আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫৬.৯৩ শতাংশ, হাওড়ায় ৫১.২৩ শতাংশ, হুগলিতে ৫৪.২০ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণায় ৪৮.৩৯ শতাংশ এবং কোচবিহারে ৫৬.৮৭ শতাংশ। চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি, এই পাঁচ জেলার মোট ৪৪টি আসনে ভোট গ্রহণ চলছে৷ এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন৷ এর আগের তিনটি দফায় সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি ধরা পড়েছিল। তাই জন্য চতুর্থ দফায় আরো কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মোট ৭৯৩ কোম্পানি বাহিনী রয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের এক্তিয়ারে থাকা অঞ্চলে থাকছে ৯৮ কোম্পানি বাহিনী, আলিপুরদুয়ারে ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশে ৩৮ কোম্পানি, হাওড়া গ্রামীণে ৩৫ কোম্পানি, বারুইপুর পুলিশে ৪৪ কোম্পানি,  এবং চন্দননগরে ৭৯ কোম্পানি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *