আক্রান্ত দলনেত্রী, পিছলো তৃণমূলের ইস্তেহার প্রকাশের দিন

আক্রান্ত দলনেত্রী, পিছলো তৃণমূলের ইস্তেহার প্রকাশের দিন

কলকাতা:  ঠিক ছিল আজ কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু গতকাল নন্দীগ্রামে আক্রান্ত হন তিনি৷ ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে৷ আর তার জেরেই  পিছিয়ে দেওয়া হল ইস্তেহার প্রকাশের সময়৷ আজ প্রকাশিত হচ্ছে না তৃণমূলের ইস্তেহার৷ 

আরও পড়ুন- ঘুচবে ৭%-এর লজ্জা? তারুণ্যে ভর করেই স্বপ্ন দেখছে বাম শিবির

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার কালীঘাট থেকে নিজে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন৷ আজ নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে ইস্তেহার প্রকাশ করার কথা ছিল তাঁর৷ কিন্তু তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আপাতত তৃণমূলের ইস্তেহার প্রকাশ হচ্ছে না৷ কবে ইস্তেহার প্রকাশ করা হবে, পরবর্তী সময়ে দলের তরফে তা জানানো হবে৷ অন্যদিকে আজই দলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কাপুরুষের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানোর চেষ্টা চলছে৷ তিনি বলেন, প্রথমে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, তারপর ডিজিকে সরানো হয়েছে। এর পরেই এই ঘটনা ঘটল।

আরও পড়ুন- বাঁ পায়ে চিড়, রয়েছে শ্বাসকষ্ট, ‘একটা পিঁপড়েও ওঁর কাছে যায়নি’! বিস্ফোরক শিশির

মঙ্গলবার কর্মীসভা পর বুধবার হলদিয়ায় গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দেন মমতা বন্দ্যোপাধ্যা৷ সেখান থেকে ফের আসেন নন্দীগ্রামে৷ সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রেয়াপাড়ায় নিজের অস্থায়ী বাসভবনে ফেরার সময় বেরুলিয়া বাজারে আক্রান্ত হন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি,  ষড়যন্ত্র করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে৷  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার-পাঁচ জন যুবক মিলে এই কাজ করেছে৷ বিজেপি’র দাবি, রাস্তার পাশে থাকে ভারী মিমে ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর গাড়ির খোলা দরজা৷ তার জেরেই চোট লাগে তাঁর৷ রাতেই নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷ গঠিত হয়েছে ৯ সদস্যের পর্যবেক্ষক দল৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =