কলকাতা: বাঁ পায়ের গোঁড়ালিতে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল সন্ধ্যায় নন্দীগ্রামের বারুলিয়া বাজারে আক্রান্ত হন তিনি৷ ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে৷ উদ্বিগ্ন প্রকাশ অখিলেশ যাদব, তেজস্বী যাদবের৷ গঠিত হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড৷ কিন্তু তাঁর এই আঘাতকে নাটক বলে কটাক্ষ করল বিরোধীরা৷ বিস্ফোরক মন্তব্য শিশির অধিকারীর৷
আরও পড়ুন- আক্রান্ত মমতা, জেলার জেলায় বিক্ষোভ, উত্তপ্ত নন্দীগ্রাম, অবরুদ্ধ রেল
জানা গিয়েছে, বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতায় চিড় রয়েছে মুখ্যমন্ত্রীর৷ পেশীতেও চোট লেগেছে তাঁর৷ আঘাতের জেরে বাঁ পা ফুলে গিয়েছিল৷ তাই গতকাল রাতে টেম্পোরারি প্লাস্টার করা হয়৷ দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক৷ আজ ফোলা কমলে করা হবে প্লাস্টার৷ হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ যার ফলে ইসিজিও করা হয় তাঁর৷ তবে রিপোর্ট ভালো বলেই খবর৷ আঘাতের কারণেই এই ব্যথা কিনা, তা জানতে করা হবে সিটি স্ক্যান৷ এছাড়াও রক্ত পরীক্ষাও করা হবে৷ ডান কাঁধ ও কনুইতেই চোট পেয়েছেন তিনি৷
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে জনসংযোগের সময় আক্রান্ত হলেও, এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী৷ তবে মুখ খোলেন কাঁথির বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ তিনি বলেন, ‘‘এটা একটা দুর্ঘটনা৷ ভারী গাড়ির যাতায়াত ঠেকাতে রাস্তার বিম রয়েছে৷ লোহার সেই বিমের সঙ্গেই গাড়ির ধাক্কা লেগেছে৷ সেখানকার মানুষ বরফ দিয়েছে৷ কেউ ধাক্কাও দেয়নি, তাঁর ধারেকাছেও যায়নি৷ একটা পিঁপড়েও ওঁর ধারে যায়নি৷ ১০ মিনিটের মধ্যে বিস্তারিত ঘটনা জেনেছি৷ ধাক্কার অভিযোগ সাজানো হচ্ছে৷ নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র করতে জানে না৷ এমন অসভ্যতা কখনও করে না৷ এই ঘটনার সিবিআই তদন্ত করা হোক৷’’
আরও পড়ুন- মমতার পায়ে প্লাস্টার, ফুঁসছেন অভিষেক! কেমন আছেন মুখ্যমন্ত্রী?
কিন্তু কেন সিবিআই তদন্ত চাইছেন তিনি? শিশিরবাবু বলেন, উনি এই ঘটনাকে নিজের মতো করে সাজাচ্ছেন৷ বলছেন, ধাক্কা মারা হয়েছে৷ ষড়যন্ত্র করা হয়েছে৷ নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না৷ পয়সা দিয়েও এখানকার মানুষকে ষড়যন্ত্র শেখানো যাবে না৷’’ প্রসঙ্গত, নন্দীগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ শুরু হয়েছে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ৷