আক্রান্ত মমতা, জেলার জেলায় বিক্ষোভ, উত্তপ্ত নন্দীগ্রাম, অবরুদ্ধ রেল

আক্রান্ত মমতা, জেলার জেলায় বিক্ষোভ, উত্তপ্ত নন্দীগ্রাম, অবরুদ্ধ রেল

কলকাতা:  নন্দীগ্রামে আক্রান্ত মমতা৷ বা পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর৷ ভর্তি রয়েছেন এসএসকেএম-এর উডবার্ন ইউনিটে৷ রয়েছেন ট্রমায়৷ এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের আগুন৷ জেলায় জেলায় চলছে তৃণমূলের বিক্ষোভ৷ 

আরও পড়ুন-  মমতার পায়ে প্লাস্টার, ফুঁসছেন অভিষেক! কেমন আছেন মুখ্যমন্ত্রী?

এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের বারুলিয়া বাজার। সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়। চলে স্লোগান-পাল্টা স্লোগান। ঘটনাস্থলে পৌঁছয় জেলাশাসক, পুলিশ৷ গতকাল এই বারুলিয়াতেই আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  হাজরাকাটায় বেরয় তৃণমূলের প্রতিবাদ মিছিল৷ যার নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা শেখ সাহাবুল৷ অন্যদিকে, শিয়ালদা-হাসনাবাদ শাখার কদম্বগাছিতে রেল অবরোধ তৃণমূল কর্মীদের৷ 

গতকালের ঘটনার প্রতিবাদে আজ ভোর ৬টা থেকে কদম্বগাছি স্টেশনে শুরু হয় রেল অবরোধ৷ তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে৷ অভিযোগ, পরিকল্পিত ভাবে মুখ্যমন্ত্রীর উপর হামলা করিয়েছে বিজেপি নেতৃত্ব৷ আজ শয়ে শয়ে মহিলা কদম্বগাছি স্টেশনে রেললাইনের উপর বসে  পড়ে বিক্ষোভ দেখান৷ ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা৷ শিয়ালদা-হাসনাবাদ শাখার  বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ-ডাউন ট্রেন৷ ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের৷    

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারছে না বিজেপি৷ তাই তাঁকে দমাতেই পরিকল্পলনা করে এই কাজ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপি’কেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ অন্যদিকে, বিজেপি’র দাবি তাঁদের উপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে৷ 

আরও পড়ুন-  আজ মহা শিবরাত্রি! হাওড়া-তারকেশ্বর শাখায় বিশেষ ট্রেন রেলের

এদিন সকাল থেকে বারুলিয়া বাজারে ছিল চরম উত্তেজনা৷ পাশাপাশি আমজাঙ্গায় এক ঘণ্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা৷ হাজরাকাটায় চলেও বিক্ষোভ৷ সেই সঙ্গে স্লোগান শুভেন্দু অধিকারীকে একটি ভোটও দিও না৷ নন্দীগ্রামের পাশাপাশি বিক্ষোভ চলছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ,জলপাইগুড়ি, সহ বিভিন্ন জায়গায় ৷ বিভিন্ন জাগায় পথ অবরোধ করা হয়৷ আজই লিখিত অভিযোগ জানানো হবে নির্বাচন কমিশনে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =