কলকাতা: আর হাতে গোনা কয়েক দিন পরেই বাংলায় নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে যাবে। তার আগে খারাপ খবর ঘাসফুল শিবিরে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন চণ্ডীপুরের প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী। জানা গিয়েছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, তাই ভোটের প্রচারে তাকে আর পাওয়া যাবে না বলেই মনে করছে শাসক দল।
সূত্রের খবর, অসুস্থ অবস্থায় গতকাল রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সোহম। যদিও আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, তাই আপাতত ছুটি মিলছে না তাঁর। এই খবরের স্বাভাবিকভাবেই মন খারাপ শাসক দল তৃণমূল কংগ্রেস শিবিরের। দলের প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে তাদের তরফে। তবে আগামী কয়েক দিন যেহেতু ভোট প্রচারে থাকতে পারবেন না সোহম, তাই চণ্ডীপুর কেন্দ্র নিয়ে আলাদাভাবে ভাবছে ঘাসফুল শিবির। বিগত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতি করছেন সোহম চক্রবর্তী। তিনি তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। এবারের বিধানসভা নির্বাচনে তিনি চণ্ডীপুর থেকে প্রার্থী হয়েছেন। এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বড়জোড়া থেকে প্রার্থী হন, যদিও সেবার তিনি হেরে গিয়েছিলেন। এবারের নির্বাচনে কি হয় তা বলবে ২ মে।
আরও পড়ুন- ‘আগে ৮ শতাংশ ভোট পেয়ে দেখা!’ বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার
বিগত কয়েক মাসে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকে। প্রচার থেকে শুরু করে জনসভা সব জায়গায় তিনি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নন্দীগ্রাম সফরেও তাঁর সঙ্গে দেখা যায় সোহমকে। এবার নিজের কেন্দ্রে জয় নিয়ে আশাবাদী তিনি। সম্প্রতি, দলবদল করার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন সোহম।