কলকাতা: সম্প্রতি দেশবাসীর করোনাভাইরাস টিকার ওপর ভরসা বাড়াতে নিজে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি আরো একটি ছবি ভাইরাল হয়েছে, সেটি হল টিকাকরণের পর সরকারি শংসাপত্রের প্রধানমন্ত্রীর ছবির উপস্থিতি! এই ঘটনা নিয়ে এবার আওয়াজ তুলল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি, এটি নির্বাচনী বিধি ভঙ্গ, এই অভিযোগ জানিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বিষয়টিকে নির্বাচন কমিশনের নজরে আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: অর্ধেক নারী, অর্ধেক পুরুষ! এমনই বিরল পাখি উড়ছে আকাশে
টিকাকরণের শংসাপত্রে মোদীর ছবি ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করেন, “ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এদিকে করোনাভাইরাস টিকাকরণের ডকুমেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি জ্বলজ্বল করছে। আমরা এই বিষয়টিকে নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাবো”। এই প্রেক্ষিতে তাঁর স্পষ্ট অভিযোগ, এই ঘটনা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লংঘন করা। তাই অবশ্যই এই ঘটনা নির্বাচন কমিশনের নজরে আনা দরকার। তৃণমুল কংগ্রেস মনে করছে, এই ঘটনা আদতে বিজেপি পশ্চিমবঙ্গে প্রচার করার জন্য ঘটিয়েছে। এখন এটাই দেখার, নির্বাচন কমিশন এই ব্যাপারে কী পদক্ষেপ নেয়।
Elections declared. PM photo still brazenly appearing on #COVID19 documents. Trinamool @AITCofficial taking this up strongly with Election Commission @ECISVEEP https://t.co/Mh3zwP59Wj
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) March 2, 2021
আরও পড়ুন: পীরজাদা আব্বাস ধর্মনিরপেক্ষ, মৌলবাদী নয়, মনে করে বামফ্রন্ট!
উল্লেখ্য, বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন, বিজেপি তথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথামতো নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়েছে কিনা। বাংলার একটি জেলায় একাধিক দফায় ভোট করানো নিয়েও সরব হয়েছেন তিনি। মমতার স্পষ্ট দাবি, তৃণমূল কংগ্রেস তথা তাঁকে হারানোর জন্য গোটা কেন্দ্রীয় সরকার মাঠে নেমে পড়েছে। যদিও বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বিজেপি খেলতে চাইছে তাই খেলা হবেই, ৮ দফায় খেলা হবে পশ্চিমবাংলায়।