ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, তৃণমূল-বিজেপি’র তুমুল সংঘর্ষ

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, তৃণমূল-বিজেপি’র তুমুল সংঘর্ষ

সল্টলেক:  পঞ্চম দফা ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল অভিজাত সল্টলেক৷ ভোট পর্ব মিটলেও বিধাননগর বিধানসভায় এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা৷ সল্টলেকের দত্তাবাদে বিজেপি’র এক এজেন্ট সহ দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিদায়ী কাউন্সিলারের বিরুদ্ধে৷ প্রতিবাদে চলল পথ অরবোধ৷ তৃণমূল নেতার পাল্টা দাবি, তাঁর প্রাণনাশের চেষ্টা করেছে বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা৷

আরও পড়ুন- পাঁচ দফায় কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

রবিবার সকালে সল্টলেকের দত্তাবাদ এলাকায় ডিয়ার ক্লাবের কাছে তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে তারা৷ বিজেপি’র অভিযোগ, তৃণমূল নেতা তথা বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য নির্মল দত্ত ও তাঁর অনুগামীরা ওই বিজেপি এজেন্ট ও বাকিদের মারধর করেছে৷ তাঁদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়৷ এর পরই পাল্টা প্রতিবাদ জানায় বিজেপি৷ শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রিকেট বসানো হয়েছে এলাকায়৷ ২ জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ৷

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে৷ কয়েকজনের মাথা ফেটে গিয়েছে৷ তাঁদের বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিনা প্ররোচনায় বিজেপি দুষ্কৃতীরা তাঁদের সদস্যদের উপর দল বেঁধে হামলা চালায় বলে অভিযোগ৷ পাশাপাশি ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে৷ অন্যদিকে, বিজেপি’র অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁদের বাড়ি ভাঙচুর করেছে৷ দত্তাবাদ এলাকার একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ তৃণমূলের কর্মী সমর্থকরা হায়াতের কাছে রাস্তা অবরোধ করে৷ লাঠি-পাইপ হাতে উপস্থিত হন তাঁরা৷ অন্যদিকে, স্থানীয় মাঠে জমায়েত হন বিজেপি’র কর্মী সমর্থকরা৷ সেই জমায়েত সরাতে তাঁদের ধাওয়া করে পুলিশ৷ কিন্তু এলাকায় এখনও উত্তেজনা রয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রিকেট করা হয়েছে৷ 

শনিবার রতেও উত্তপ্ত ছিল সল্টলেক৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী৷ এখানে একে অপরের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তুলেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =