পাঁচ দফায় কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

পাঁচ দফায় কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

জামালপুর:  রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পাঁচ দফা ভোট৷ বাকি আর ৩ দফা৷ এই ৫ দফায় ভোট হয়েছে মোট ১৮০টি আসনে৷ এর মধ্যে ১২২টি আসন চলে এসেছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে৷ জামালপুরে রবিবাসরীয় সভা থেকে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সঙ্গে তাঁর খোঁচা, এই পাঁচ দফায় দিদির গুণ্ডারা কিছু করতে পারেনি৷ তাই হাতাশায় ডুবে গিয়েছেন দিদি৷ 

আরও পড়ুন- করোনা ঠেকাতে নয়া নির্দেশিকা রাজ্যের, আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত জারি

এদিন জামালপুর থেকে তাঁর হুঙ্কার, বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি৷ শেষ পাঁচ দফাতেই সেই ইঙ্গিত মিলেছে৷ ১৮০টি আসনের মধ্যে ১২২টি আসন পেয়ে গিয়েছে বিজেপি৷ একুশের ভোটে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় আবসে বলেও আত্মবিশ্বাসী তিনি৷ প্রসঙ্গত, এর আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন ১৮০-র মধ্যে ১২৫টি আসন পাবে তাঁর দল৷ আজ অমিত শাহ প্রায় একই কথা বললেন৷ তবে তাঁর হিসাবে এর চেয়ে ৩টি আসন কম পাবেন তাঁরা৷ তবে বাকি তিন দফা ভোটের পর বিজেপি ২০০ পাড় করবে বলেই মনে করছেন তাঁরা৷ 

এদিন অমিত শাহ বলেন, ক্ষমতায় এলে রাজ্যে নতুন মডেল তৈরি করা হবে৷ তাঁর কথায়, এখন বোমা-বন্দুকের জোড়ে সরকার চলছে৷ এই মডেল আর চলবে না৷ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন হবে৷ সোনার বাংলা গড়ে তোলা হবে৷ আর মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র৷ পাশাপাশি নন্দীগ্রাম নিয়েও ভবিষ্যৎবানী করেন তিনি৷ বলেন, নন্দ্রীগ্রামে জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা দিদি অনেক বড় নেত্রী৷ তাই তাঁর বিদায়ও অনেক বড় হওয়া উচিত৷ প্রচুর ব্যবধানে নন্দীগ্রাম থেকে জিতবেন শুভেন্দু অধুকারী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =