দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া! জখম তৃণমূল-বিজেপির একাধিক কর্মী

দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া! জখম তৃণমূল-বিজেপির একাধিক কর্মী

বাঁকুড়া: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপাত নিরিখে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দাবি করা হলেও বিক্ষিপ্তভাবে যে গোটা রাজ্যে অশান্তি হয়েছে তা স্পষ্ট। এখনো ৬ দফা নির্বাচন বাকি, তার মধ্যে সংঘর্ষের চিত্র আরো বেশি করে ফুটে উঠছে। এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তাল বাঁকুড়া। ইতিমধ্যেই দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের তাজপুর গ্রামে।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ এমন মাত্রা নেয় যে টাঙ্গির কোপে গুরুতর আহত হয়েছেন এক বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য আঙ্গুল উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কম করে প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী লাঠি এবং রড নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মী এবং সমর্থকদের ওপর। ওই গ্রামের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। পরবর্তী ক্ষেত্রে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে এলাকা। যদিও গোটা ঘটনার প্রেক্ষিতে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- শাসক দলের মুখে বুথ দখলের অভিযোগ! ফিরছে শেষ পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি? 

নির্বাচনের প্রথম দুই দফাতে বিক্ষিপ্তভাবে একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে নানান জায়গায়। একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছে, তার পাশাপাশি বিজেপি এবং তৃণমূল কর্মীদের ওপর মারধরের ঘটনা ঘটেছে। প্রত্যেক ক্ষেত্রেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। আগামী দফা গুলিতেও যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে তার আন্দাজ মিলছে এখন থেকেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =