বারুইপুর: কুলতলির পর এবার গোসাবা৷ লোকালয়ে বঘাতঙ্ক৷ জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল ডোরাকাটা৷ খবর পেয়েই বাঘটিকে খাঁচা বন্দি করতে মাঠে নেমেছে বনদফতরের কর্মীরা৷ দক্ষিণরায়কে বাগে আনতে পাতা হয়েছে ফাঁদ৷
আরও পড়ুন- পশ্চিমী ঝঞ্ঝার বিদায়ে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত, নামছে পারদ
শুক্রবার বছরের শেষ দিন৷ বর্ষবরণের অপেক্ষায় রয়েছে মানুষ৷ এমতাবস্থায় বাঘের ভয়ে ঘরবন্দি হতে হয়েছে গোসাবার বাসিন্দাদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোসাবার সাতজেলিয়ার চরগেরি এলাকা লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। বাঘ ঢুকেছে বুঝতে পেরেই স্থানীয়রা বনদফতরে খবর দেন৷ এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ প্রথামিক ভাবে পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরা৷ কিন্তু কাজ না হওয়ায় তাঁরা বনদফতরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই বাঘ ধরতে পৌঁছয় বনকর্মীরা৷ কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরেও হদিশ মেলেনি দক্ষিণরায়ের। এখনও চলছে খোঁজ৷ এলাকায় বাঘের একাধিক পায়ের ছাপ দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, ম্যানগ্রোভের জঙ্গলের আড়ালে লুকিয়ে রয়েছে বাঘটি। বাঘবন্দি করতে ইতিমধ্যেই জঙ্গলে জাল পাতা হয়েছে। তবে যতক্ষণ না বাঘ ধরা পড়ছে, ততক্ষণ স্বস্তি পাচ্ছে না স্থানীয়রা।
কিছুদিন আগেই কুলতলি লাগোয়া জঙ্গলে ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল৷ টানা ছয় দিন চেষ্টার পর অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু করা হয় তাকে৷ বনি ক্যাম্পে একদিন রেখে চিকিৎসা করানোর পর পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে ছেড়ে দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানি জঙ্গলে৷