পশ্চিমী ঝঞ্ঝার বিদায়ে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত, নামছে পারদ

পশ্চিমী ঝঞ্ঝার বিদায়ে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত, নামছে পারদ

কলকাতা:  পশ্চিমী ঝঞ্ঝার জেরে পৌষের শুরুতে মুখ ফিরিয়েছিল শীত৷ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রাজ্য থেকে বিদায় নিতেই গুটি গুটি পায়ে ঢুকতে শুরু করেছে ঠান্ডা৷ পৌষের শুরুতে জাঁকিয়ে শীত না পরলেও এবার আর হতাশ হতে হবে না রাজ্যবাসীকে৷ আশ্বাস হাওয়া অফিসের৷ বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার পারদ কিছুটা নেমেছে৷ বছরের গোড়া থেকেই ফের শুরু হবে ফের ঝোড়ো ইনিংস৷ ধীরে ধীরে পারদ পতনে আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে বসবে শীত৷

আরও পড়ুন- রেল পুলিশের কোপে MA English Chaiwali-র দোকান, উঠছে রাজনীতির প্রশ্ন

শুক্রবার সকালে জেলাগুলিতে আকাশের মুখ ছিল হালকা কুয়াশায় ঢাকা৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি৷ তবে অনেকটাই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা৷ ৩ ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে৷  আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেছেন, ‘‘বছরের প্রথম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।’’  

তবে কি আগামী সপ্তাহেই মরসুমের শীতলতম সপ্তাহ হবে? সে বিষয়টি অবশ্য স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে ২০১৩ সালের জানুয়ারি মাসে মারাত্মক শীত পরেছিল কলকাতায়। ৯ জানুয়ারি ছিল কলকাতার শীতলতম দিন৷ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে ছুঁয়ে ফেলেছিল লন্ডনকে। সে-বারেও আচমকা ঢুকে পড়েছিল উত্তুরে হাওয়া৷ হুড়মুড়িয়ে নেমেছিল পারদ। আবহবিদরা জানাচ্ছে,  কলকাতার তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে নেমে গেলে, জেলাগুলির তাপমাত্রা আরও নেমে যাবে৷ 

দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, শুক্রবার থেকেই পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে শৈত্যপ্রবাহ শুরু হবে৷ যার দাপটে কনকনে উত্তুরে হাওয়া হাজির হবে বাংলায়৷ উত্তর-পূর্ব ভারতে বিভিন্ন জায়গার পারদ ৩-৫ ডিগ্রি পর্যন্ত নেমে যাতে পারে৷ আপাতত শীত আসার অপেক্ষায় বঙ্গবাসী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =