কলকাতা: ফের বাড়তে শুরু করেছে করোনার দাপট৷ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দেশজুড়ে কোভিড হাসপাতালে মকড্রিলের আয়োজন করা হয়েছে। সেরে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বাংলার কোভিড পজেটিভ তিন বছরের এক শিশু৷ জেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর বেসরকারি একটি ল্যাব থেকে ওই শিশুটির আরটিপিসিআর টেস্ট করানো হয়৷ তাতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হচ্ছে।
আরও পড়ুন- চপশিল্প নিয়ে গবেষণার ‘গাইড’ করা অধ্যাপককে বহিষ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর তিনের ওই শিশুটিকে। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ওই শিশুটিরপরিবার একটি বেসরকারি ল্যাব থেকে আরটিপিসিআর টেস্টও করায়। তাতেই রিপোর্ট পজিটিভ আসে।
কোভিড নিয়ে নতুন করে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় কোভিড আক্রান্ত ওই শিশুটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। এই শিশুটি কোভিডের কোনও ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানার জন্য জেনোম সিকোয়েন্সিংয়ের চিন্তাভাবনাও করা হচ্ছে। ওই শিশুর পরিবারের সদস্যদের আপাতত নিভৃতবাসে থাকার আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনে ওই শিশুর পরিবারের সদস্যদেরও নুমনা পরীক্ষা করা হবে।
দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে রোগীশূন্য কোভিড ওয়ার্ড৷ এই পরিস্থিতিতে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে কোভিড রোগী ভর্তির প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে মঙ্গলবার দেশ জুড়ে প্যান মক ড্রিলের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>