বাঁকুড়া: ‘দোকান খুললেই মারব’৷ বিজেপি বিধায়কের কাপড়ের দোকানে বন্ধ শাটারে সাঁটা হল হুমকি পোস্টার। এই পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ায়। শনিবার দেখা যায়, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার পোশাকের দোকানের গায়ে এই হুমকি পোস্টার সাঁটা রয়েছে৷ হুমকি পোস্টারের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে৷ প্রতিবাদে সরব হয়েছেন নীলাদ্রি। তিনি কারও বিরুদ্ধে অভিযোগ না করলেও পাল্টা হুঙ্কার দিয়েছেন। অন্যদিকে পোস্টার বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেতাদের দাবি, এটা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল৷
আরও পড়ুন- চিকিৎসক প্রতিনিধি নির্বাচনেও বুথ দখলের অভিযোগ!
উল্লেখ্য, বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে একটি রেডিমেড পোশাকের দোকান রয়েছে বিধায়ক নীলাদ্রিশেখরের। শনিবার সকালে আশেপাশের দোকানদাররা দোকান খুলতে এসে দেখেন বিধায়কের বন্ধ থাকা দোকানের দরজায় একটি পোস্টার সাঁটা রয়েছে। সাদা কাগজের উপর কালো কালিতে লেখা, ‘দোকান খুলিলেই মারব’। কে বা কারা রাতের অন্ধকারে এই হুমকি পোস্টার লাগিয়ে রেখে গিয়েছে তা জানা যায়নি৷ এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিধায়কও। বিজেপি বিধায়ক নীলাদ্রির কথায়, ‘‘হাতি বাজারে গেলে হাজার কুকুর ঘেউ-ঘেউ করে৷ এভাবে চোর ডাকাতের মতো রাতের অন্ধকারে পোস্টার সেঁটে হুমকি দিয়ে নীলাদ্রিশেখর দানাকে দমানো যাবে না। এ ভাবে আমার দায়িত্ব-কর্তব্য থেকে আমাকে সরানো যাবে না। লড়াই করতে হলে সামনাসামনি আসুন।’’
এক সময় নীলাদ্রিশেখর নিজেই জামাকাপড়ের দোকান চালাতেন। এখন অবশ্য নিয়মিত দোকানে আসা হয় না তাঁর৷ তবে বিধায়ক হওয়ার পর বাঁকুড়ায় থাকলে নীলাদ্রিশেখরের দেখা মিলবে হয় ওই দোকানে কিংবা দোকান সংলগ্ন এলাকায় থাকা বিজেপি’র কার্যালয়ে। এই দুই জায়গাতেই বেশি সময় কাটে তাঁর৷ আপাতত কর্মচারীরাই তাঁর দোকান সামলাচ্ছেন৷
এদিকে পোস্টার বিতর্কে তৃণমূলের বাঁকুড়া জেলার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার দাবি, ‘‘সবটাই বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জের। পুরসভা নির্বাচনে হারের পর বিজেপির নিচুতলার কর্মীরা নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিতে এই পথ বেছে নিয়েছেন।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>