চিকিৎসক প্রতিনিধি নির্বাচনেও বুথ দখলের অভিযোগ!

চিকিৎসক প্রতিনিধি নির্বাচনেও বুথ দখলের অভিযোগ!

কলকাতা: IMA কলকাতা শাখার নির্বাচন ঘিরে চরম উত্তেজনা ছড়াল এদিন। সকাল ১১ টা থেকে কার্যত দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে তালতলা আইএমএ শাখার নির্বাচনকে কেন্দ্র করে। সভাপতি পদের জন্য লড়াই করছেন দুই চিকিৎসক, আর এই নির্বাচনেও বুথ দখলের অভিযোগ! জাল ভোটারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়েছে ভোট কেন্দ্রে।

আরও পড়ুন- প্রধান শিক্ষকের ঘুসিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

সকালে ভোট শুরু হওয়ার আগে থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। সকাল থেকেই উত্তাপ ছিল ভোট কেন্দ্রে। বেলা বাড়তেই আবার উত্তেজনা সৃষ্টি হয় নতুন করে। আইএমএ শাখার মূল গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। সভাপতি পদের জন্য ভোটে দাঁড়িয়েছেন নির্মল মাঝি। তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ প্রদর্শিত হয়। তাদের অভিযোগ, সকাল থেকেই দফায় দফায় বুথ দখল করার চেষ্টা হচ্ছে, জাল ভোটার এনে ভোট করানো হচ্ছে। নির্মল মাঝির বিরুদ্ধে তারা পোস্টার দেখায় যাতে লেখা, ‘চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করো কেন? নির্মল মাঝি জবাব দাও’। এদিকে নির্মলের বিরুদ্ধে ভোটের দাঁড়িয়েছেন চিকিৎসক পার্থ ভট্টাচার্য। তাঁর দাবি, নির্মল মাঝির শিবিরের লোক সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি করছে এবং অবৈধ ভাবে ভোট করাতে চাইছে।

যদিও এইসব অভিযোগের কোনও সারবত্তা নেই বলেই দাবি নির্মল মাঝির পক্ষের। উলটে তাদের বক্তব্য, পার্থ শিবিরের লোকেরাই জাল ভোটার এনেছে এবং বুথ দখলের চেষ্টা করছে। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্যান্য চিকিৎসকরা যে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, সেটাকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নির্মল মাঝি। তাদের বিরুদ্ধে তাঁর পাল্ট অভিযোগ, সকাল থেকে তারাই মুলত বিশৃঙ্খলা করছে। বহিরাগত তারাই এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =