নজরে চব্বিশ! এবার দিল্লিতেও ২১ জুলাই পালন করবে তৃণমূল

নজরে চব্বিশ! এবার দিল্লিতেও ২১ জুলাই পালন করবে তৃণমূল

 

কলকাতা: মিশন ২০২৪৷ লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার দিল্লিতেও পালিত হবে ২১ জুলাই৷ দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে শহিদ দিবস পালন করবেন তৃণমূল সাংসদরা৷ জায়ান্ট স্ক্রিনে চলবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে এই প্রথম রাজধানীর বুকে দাঁড়িয়ে ২১ জুলাই পালন করতে চলেছে পশ্চিমবাংলার শাসক দল৷ 

আরও পড়ুন- অধীরের বিরুদ্ধে ‘ক্ষোভ’ উগড়ে ‘অপমানের’ জবাব, পদ ছাড়লেন সোমেন-পুত্র রোহন মিত্র

জানা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যে কার্যালয় রয়েছে তাঁর বাইরে ২১ জুলাই পালন করবেন৷ ওই দিন কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বক্তব্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লিতেও শোনাবেন সাংসদরা৷ তৃণমূল সাংসদদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে তাঁদের পক্ষে কলকাতায় ফেরা সম্ভব নয়৷ তাই দিল্লিতেই ২১ জুলাই পালন করার সিদ্ধান্ত৷ কিন্তু রাজনৈতিক মহলের অভিমত, ২০২৪ এ লোকসভা নির্বাচন রয়েছে৷ লোকসভা ভোটকে পাখির চোখ করেই নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃণমূল কংগ্রেস৷ তাই দিল্লিতেও তৎপরতা বৃদ্ধি পয়েছে৷ ২০২৪-কে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস চাইছে জাতীয় স্তরে শক্তিবৃদ্ধি করতে৷ 

আরও পড়ুন- ‘সবার সন্তান যেন থাকে দুধে ভাতে’, সন্তান কোলে এই মন্ত্রেই জাগরিত চন্দনা

উল্লেখ্য, গত বছরেও করোনা পরিস্থিতি ছিল৷ কিন্তু গতবার দিল্লিতে সাংসদরা শহিদ দিবস পালন করেননি৷ এবারই প্রথম এই সিদ্ধান্ত৷ তৃণমূলের এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে শুধু দিল্লি নয়, পাশাপাশি অসম, ত্রিপুরা ও উত্তর প্রদেশেও ২১ জুলাই পালন করবে তৃণমূল৷ যেখানে যেখানে দলের সাংগনিক শক্তি রয়েছে সেখানে সেখানই পালন করা হবে শহিদ দিবস৷ এমনই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 16 =