৩০ হাজার কোটি কেন্দ্রের কাছে তুচ্ছ, সারা দেশে সামগ্রিক টিকাকরণ হোক, দাবি মমতার

৩০ হাজার কোটি কেন্দ্রের কাছে তুচ্ছ, সারা দেশে সামগ্রিক টিকাকরণ হোক, দাবি মমতার

কলকাতা:  তৃতীয়বারের জন্য জনগণের বিপুল রায়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস৷ আজ বিধানসভার প্রথম অধিবেশনেই বিরোধী বিজেপি’কে তুলোধোনা করলেন তিনি৷ টিকা নিয়ে একহাত নিলেন কেন্দ্রকে৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের কাছে ৩০ হাজার কোটি টাকা কোনও ব্যাপার নয়৷ গোটা দেশে সকলের জন্য সার্বজনীন টিকাকরণ কর্মসূচি শুরু করা উচিত কেন্দ্রীয় সরকারের৷ 

আরও পড়ুন- জনগণের রায় মেনে নিতে পারছে না বিজেপি, তাই দাঙ্গা করছে, তোপ মমতার

প্রসঙ্গত, এর আগেও বহুবার টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশে কোভিড পরিস্থিতির জন্য তিনি কেন্দ্রের অপশাসনকেই কাঠগড়ায় তুলেছেন৷ তিনি বারবার বলেছেন, গত কয়েক মাস যখন কোভিডের দাপট একটু কম ছিল, তখন সকলকে ভ্যাকসিন দেওয়া উচিত ছিল৷ কিন্তু সেই সময় কেন্দ্র ভ্যাকসিন দেয়নি৷ এমনকী রাজ্য সরকার বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে চাইলেও, তা দেওয়া হয়নি৷ এদিন বিধানসভায় দাঁড়িয়েও সেই সুর শোনা গেল তাঁর গলায়৷ পাশাপাশি তিনি বলেন, এবার ভোটে মিরাক্যাল হয়েছে৷ গড়ে ৩১ হাজার ব্যবধানে জিতেছে তৃণমূলের প্রার্থীরা৷ আরও বেশি ভাবে মা–বোনেদের সম্মান জানানোর চেষ্টা করব৷ তবে তাঁর তোপ, কমিশন সাহায্য না করলে ৩০টির বেশি আসন পেত না বিজেপি৷ 

আরও পড়ুন- কমিশন সাহায্য না করলে বিজেপি ৩০ আসনও পেত না: মুখ্যমন্ত্রী

এদিকে, এদিন বিনা ভোটাভুটিতেই তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়৷ এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়েই বিজেপি’কে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি নারী শক্তির জয়গান করেন তিনি৷ তাঁর কথায়, তরুণ প্রজন্ম আমাদের পাশে দাঁড়িয়েছে৷ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, তাঁদের মেরুদণ্ড এখনও সোজা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =