কলকাতা: নির্বাচনী আইনের সংস্কার হওয়ার পক্ষে আরও একবার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিধানসভায় বিরোধীশূন্য অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সদ্যসমাপ্ত নির্বাচনে কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে৷ চিরকুট দিয়ে প্রশাসনের আধিকারিকদের বদলি করে দেওয়া হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ তুলছেন খোদ মুখ্যমন্ত্রী৷ নির্বাচন কমিশন সহযোগিতা না করলে বিজেপি ৩০টি আসন পেত না বলেও মন্তব্য করেছেন তিনি৷
বিরোধী-শূন্য সপ্তদশ বিধানসভার অধিবেশনের প্রথম ভাষণে নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বেশ কিছু ক্ষেত্রে কমিশন বিজেপির নির্দেশে কাজ করেছে৷ অবসর নেওয়া আমলাদের দিয়ে কেন নির্বাচন করানো হয়েছে, তা নিয়েছেও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের মহিলাদের পক্ষে এই সরকার কাজ করবে বলে তিনি জানান৷
নতুন সরকার শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী এই দিন সরব হন৷ নির্বাচন পর্বে রাজ্য নিয়ে যে ভিডিও পোস্ট হয়েছে তার ৯০ শতাংশ ভুয়ো বলে মুখ্যমন্ত্রী জানান৷ এবারের নির্বাচন বিজেপির ডবল ইঞ্জিনের প্রচারে তৃণমূলের ডাবল সেঞ্চুরি বলেও তিনি উল্লেখ করেন৷ করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্র সরকার ৩০ হাজার কোটি টাকা দিলে দেশের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত বলে মুখ্যমন্ত্রী জানান৷ তা না করে ৫০ হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করার সমালোচনা করেন তিনি৷