নয়াদিল্লি: বঙ্গবাসীর মন জয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়ে উঠেছিলেন আদ্যোপান্ত বাঙালি৷ পরনে ধুতি পাঞ্জাবিই শুধু নয়, তাঁর মুখে এদিন শোনা গেল বাংলা ভাষা৷ বাংলাতেই অভিনন্দন জানালেন বঙ্গবাসীকে৷ প্রণাম জানালেন বাংলার মনিষী থেকে বীর স্বাধীনতা সংগ্রামী, লেখক, চিলচ্চিত্র তারকা, ধর্মীয় গুরুদের৷ লোকনাথবাব, অনুকূল ঠাকুর, হরিচাঁদকে বসালেন মনিষীর আসনে৷
আরও পড়ুন- পুজো উদ্বোধনে বাঙালির মন ছুঁয়ে বাংলায় ভাষণ নমোর, দিলেন সোনার বাংলা গড়ার ডাক
এদিন নমো বলেন, বাংলার মাটিতে জন্ম নেওয়া মহান ব্যক্তিত্বরা যখন যেমন প্রয়োজন হয়েছে অস্ত্র এবং শাস্ত্র দিয়ে, ত্যাগ ও তপস্যার দিয়ে ভারত মাতার সেবা করেছে৷ শুধু বাংলা নয়, সমগ্র মানবতাকে দিশা দেখিয়েছে৷ তাঁর মুখে উঠে আসে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, শ্রী অরবিন্দ, বাবা লোকনাথ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, মা আন্দময়ীর মতো অসংখ্য মনিষীর নাম৷ স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত লেখকদের৷ তিনি বলেন, এই মহাপুরুষরা শুধু বাংলা নয়, সমগ্র ভারতবাসীর মনে নতুন চেতনা জাগ্রত করে তুলেছিলেন৷ নাম নেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়ের৷ তিনি বলেন, এই সকল মহাপুরুষের নাম নিলেই এক নতুন চেতনা জাগ্রত হয়৷ নেতাজি সুভাস চন্দ্র বোস, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীনকেও এদিন শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনকে নতুন ভাবে জাগ্রত করেছিলেন তাঁরা৷
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে দর্শকশূন্য মণ্ডপ, নিয়ম মেনই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু, আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নাম স্মরণ করেন প্রধানমন্ত্রী। সিনেমা জগতে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, সুচিত্রা সেনের মতো শিল্পীদের অবদানও উল্লেখ করেন। তিনি বলেন, ভারত মাতার যে ছবি আজ আমাদের মনে প্রতিষ্ঠিত সেই ছবিটিও এঁকেছিলেন বাংলারই একজন৷ অবনীন্দ্রনাথ ঠাকুর৷ তাঁর কথায়, বাংলার লোকেরা চিরকাল দেশকে উন্নতির পথ দেখিয়েছে। আমার আশা আগামী দিনেও বাঙালিরা ভারতের গৌরবকে এগিয়ে নিয়ে যাবে।