ফের উত্তপ্ত শীতলকুচি, IC-কে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূল প্রার্থীর

ফের উত্তপ্ত শীতলকুচি, IC-কে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূল প্রার্থীর

b2de4b93d15898f2e53529dcb4704d28

শীতলকুচি:   একুশের ভোটে এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা শীতলকুচি৷ এই কেন্দ্রের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজনের৷ আজ অষ্টম দফায় এই কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে৷ পুনর্নির্বাচনের দিনও সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে শীতলকুচিতে৷ এখানে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী৷ 

আরও পড়ুন- BJP এজেন্টকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ, উত্তপ্ত নানুর

কেন বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপি’র পতাকা লাগানো গাড়ি ঢুকবে তা নিয়ে চরম বাগবিতণ্ডা বাধে৷ আইসি-কে আঙুল উঁচিয়ে তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায়কে বলতে শোনা যায়, ‘‘ফ্ল্যাগ নিয়ে ঢুকে পড়ছে আপনারা লক্ষ করছেন না? আইসি কোথায় গেল? এই অফিসার এখানে আসুন৷ ফ্ল্যগ নিয়ে ঢুকবে কেন? এই আইসি সাহেব, এতবড় সিকিউরিটি রয়েছে, আপনি লক্ষ করেন না৷ আপনারা কমিশনের দালালি করছেন? বিজেপি’র দালালি করছেন?’’ 

শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম রায়ের অভিযোগ, বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মন যখন ১২৬ নম্বর বুথে আসেন, তখন বিজেপি’র পতাকা লাগানো গাড়ি ১০০ মিটারের মধ্যে ঢুকে পড়ে৷ পুলিশের চোখে ফাঁকি দিয়ে সেই গাড়ি বুথের কাছকাছি চলে আসে৷ এই ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন তিনি৷ ক্ষোভ উগড়ে দেন কমিশন  ও আইসি’র বিরুদ্ধে৷ কমিশন এত কড়া ব্যবস্থা করার পরেও কী ভাবে বিজেপি প্রার্থীর গাড়ি এখানে ঢুকে যায়? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি৷ যদিও এই অভিযোহ মানতে চাননি বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, বুথের  মিটারের বাইরেই ছিল তাঁর গাড়ি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *