BJP এজেন্টকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ, উত্তপ্ত নানুর

BJP এজেন্টকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ, উত্তপ্ত নানুর

বীরভূম:  সকাল থেকে উত্তপ্ত বীরভূম৷ নানুরে বিজেপি এজেন্টকে মারধরষ মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- খাস কলকাতায় রাস্তার উপর বোমাবাজি, থমথমে মহাজাতি সদন

আজ সকাল থেকেই নানুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উত্তজনা রয়েছে৷ বিজেপি এজেন্টকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ ওই এজেন্ট বলেন, ‘‘তৃণমূলের গুণ্ডারা এসে মারধর করেছে৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল৷ আমার সমস্ত কাগজপত্র ছিড়ে দেওয়া হয়েছে৷ এবং জলে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে৷ ’’এলাকায় অন্যান্য বিজেপি কর্মীরা বলেন, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি৷ এক সমর্থকের কথায়, ভোট দিতে যাওয়ার পরেই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ঘিরে ধরে৷ সেখান থেকে আমরা চলে আসি৷ 

পাশাপাশি নানুরের সিঙ্ঘি গ্রামে বিজেপি নেতার পোলিং এজেন্টের গাড়ি ব্যপক ভাঙচুর করা হয়েছে। তাঁকেও মারধর করা হয়েছে বলে খবর।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =