খাস কলকাতায় রাস্তার উপর বোমাবাজি, থমথমে মহাজাতি সদন

খাস কলকাতায় রাস্তার উপর বোমাবাজি, থমথমে মহাজাতি সদন

কলকাতা:  উত্তপ্ত অষ্টম দফা৷ খাস কলকাতায় জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত মহাজাতি সদনের কাছে বোমাবাজির ঘটনা৷ ভোট শুরু হওয়ার ১ ঘণ্টার মধ্যেই রাস্তার উপরে বোমাবাজার ঘটনা ঘটল৷ এখানে পরপর দুটি বোমা পড়ে৷ বোমার দাগ স্পষ্ট ফুটে রয়েছে রাস্তায়৷ 

আরও পড়ুন- বুথের খুব কাছ থেকে উদ্ধার তাজা বোমা, উত্তপ্ত লাভপুর

জানা গিয়েছে কিছুক্ষণ আগে এখানে কয়েকজন আসে৷ তারাই বোমা ছুড়ে পালায়৷ তবে ভোট উপলক্ষে রাস্তা ফাঁকা থাকায় কেউ আহত হননি৷ এদিকে খবর পেয়েই এলাকায় উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী৷ কারা এই বোমাবাজি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ এই ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজও এখনও মেলেনি৷ কেউ আহত হয়েছেন বলেও খবর নেই৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ জানা গিয়েছে এই বোমাবাজির সময় এলাকায় বেড়িয়েছিলেন বিজেপি প্রার্থী৷ মহাজাতি সদনেও আসার কথা ছিল তাঁর৷  এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =