পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার, অগ্নিগর্ভ কুলটি

পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার, অগ্নিগর্ভ কুলটি

73d8d604d63b769753cad66a3eb8ea84

কুলটি:  রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের কুলটির বরাকর৷ পুলিশ ফাঁড়িতে চলল ভাঙচুর৷ আগুল লাগানো হল পুলিশের গাড়িতে৷  অভিযোগ, কুলটির বরাকরে বেশ কয়েকদিন ধরেই অপরাধমূলক ঘটনা ঘটছিল৷ যার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল৷ মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃত্যু হয় তার৷ এই খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা বরাকর৷ স্থানীয় মানুষের অভিযোগ, বরকর ফাঁড়ির ভিতরে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে৷ যার জেরেই এই অঘটন৷

আরও পড়ুন- পুলিশের জালে এবার ‘ভুয়ো’ আইনজীবী, বাজেয়াপ্ত নীল বাতি গাড়ি

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্য হয় তার৷ এর পরেই আজ সকাল থেকে বরাকর স্টেশন রোডে যত্রযত্র টায়ার জ্বালানো হয়৷ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হয়৷ ফাঁড়ি লক্ষ্য করে চলে দেদার ইট বৃষ্টি৷ পাশাপাশি পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ও একটি গাড়ি ভাঙচুর করা হয়৷ রাস্তার উপর যে সিসিটিভি লাগানো ছিল, সেগুলোও ভেঙে ফেলা হয়৷ এর পরেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর সহ পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এলাকা পৌঁছয়৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷ 

আরও পড়ুন- প্রয়াত মুকুল-পত্নী কৃষ্ণা রায়, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান

জানা গিয়েছে, মৃত কিশোরের বাড়ি বরাকরের ফাঁড়ি এলাকাতেই৷ স্থানীয়দের দাবি, গতকাল রাতে তাকে থানায় নিয়ে যাওয়ার সময়ও মারধর করে পুলিশ৷ দাবি, পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই যুবকের৷ আজ সকাল থেকে কয়েক মানুষ বারাকর জুড়ে কার্যত তাণ্ডব চালায়৷ সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়৷ এই ঘটনায় এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে৷ গোটা এলাকা টহল চলছে৷ অলি-গলিতে কোনও জমাতেয় দেখলেই কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *