কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ দেবাঞ্জন কাণ্ডের সেই ভয়াবহ রেশ কাটার আগেই ফের মহানগর থেকে গ্রেফতার ‘ভুয়ো’ সরকারি আধিকারিক৷ বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি৷ গাড়ির গায়ে লাগানো সিবিআই-এর স্টিকার৷
আরও পড়ুন- প্রয়াত মুকুল-পত্নী কৃষ্ণা রায়, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি বরানগরের মণ্ডলপাড়ার বাসিন্দা৷ নাম সনাতন রায়চৌধুরী৷ পেশায় আইনজীবী৷ রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআই-এর বিশেষ কৌঁসুলি বলে নিজেকে পরিচয় দিতেন৷ কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তিনি প্র্যাকটিস করতেন বলে তাঁর দাবি৷ যদিও কোনও ভাবেই নীল বাতি পাওয়ার কথা নয়৷ তা সত্বেও তিনি নীলবাতি লাগানো গাড়ি নিয়েই ঘুরতেন৷
জানা গিয়েছে, ভুয়ো পরিচয়ে প্রভাব খাটিয়েই গরিয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন ওই আইনজীবী৷ নীল বাতি লাগানো গাড়িতে সিবিআই স্টিকার দেখে সন্দেহ হয় পুলিশের৷ বয়ানে অসঙ্গতি মেলায় সোমবার রাতে সিঁথি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গাড়ি সহ গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ৷ ওই আইনজীবী আর কোনও প্রতারণার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷
পুলিশি জেরায় সনাতন জানিয়েছেন, তিনি হাইকোর্টের আইনজীবী৷ তিনি রাজ্য সরকারের হয়ে স্ট্যান্ডিং কাউন্সিলে মামলা লড়েন। গতকাল রাতে তাঁর নীলবাতি লাগানো দামী গাড়িটি আর্মহার্স্ট স্ট্রিট দিয়ে যাওয়ার সময়ে পুলিশের নজরে পড়ে৷ গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলার পরই গ্রেফতার করা হয়। আজই তাঁকে আদালতে তোলা হবে৷
আরও পড়ুন- জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল, হচ্ছে মাস্টারপ্ল্যান
প্রসঙ্গত, দেবাঞ্জনের পর্দা ফাঁস হওয়ার পরেই শহরে ভুয়ো অফিসারদের বাড়বাড়ন্ত রুখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ৷ ক’দি আগেও এক ভুয়ো অফিসারকে গ্রেফতার করা হয়েছিল৷ এবার গ্রেফতার সনাতন রায় চৌধুরী নামে এই ভুয়ো অফিসার৷