নৈহাটি: ফের শ্যুট আউট ভাটপাড়ায়৷ গতকাল রাতে ভাটপাড়ার রায় বাহাদুর রোডে যুব তৃণমূল নেতা চন্দন দাসকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী৷ তবে সেই গুলি তাঁর হাতের আঙুল ছুঁয়ে বেড়িয়ে যায়৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি৷
আরও পড়ুন- খাস কলকাতায় এবার পুলিশের জালে ভুয়ো IPS, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি
সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ভাটপাড়া পুরসভা এলাকার রায়বাহাদুর রোডে নিজের বাড়ির সামনেই আড্ডা দিচ্ছিলেন চন্দন দাস৷ সেই সময় অন্ধকারের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা৷ সেই গুলি অবশ্য তাঁর গায়ে লাগেনি৷ লক্ষ্যচ্যুত হয়ে হাতের আঙুল ছুঁয়ে বেড়িয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি বাড়িতেই আছেন। তাঁর আঘাত সামান্যই। ফলে তিনি স্থিতিশীল রয়েছেন।
আরও পড়ুন- বামেরা কোন দুঃখে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে যাবে? বিমানের পাল্টা সুর সুজনের গলায়
তৃণমূলের যুবনেতা চন্দন দাসের অভিযোগ, ভোটের পর থেকেই অর্জুন সিংয়ের অনুগামীরা তৃণমূলে ঢোকার চেষ্টা করছে এবং এলাকায় নানা রকম দুষ্কৃতীমূলক কাজ চালাচ্ছে৷ যার প্রতিবাদ করেছিলেন তিনি৷ চন্দন দাস ৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি৷ যদিও এই বিষয়ে বিজেপি’র কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে শ্যুট আউটের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷