খাস কলকাতায় এবার পুলিশের জালে ভুয়ো IPS, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি

খাস কলকাতায় এবার পুলিশের জালে ভুয়ো IPS, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি

2058a5cc450ace24b13ec7273686abf6

কলকাতা: ভুয়ো আইএএস-এর পর গ্রেফতার ভুয়ো আইপিএস৷ খাস কলকাতা থেকে রাজর্ষি ভট্টাচার্য নামে ওই ভুয়ো আইপিএসকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ৷ গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাত্তারক্ষী এবং গাড়ির চালককেও৷ রাজর্ষি ও তাঁর নিরাপত্তারক্ষীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে৷ 

আরও পড়ুন- বামেরা কোন দুঃখে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে যাবে? বিমানের পাল্টা সুর সুজনের গলায়

পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে লালবাজার থানার পুলিশ৷ এর পরেই গতকাল রাতে রাজর্ষি নামে ওই ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করা হয়৷ সাদা স্করপিও গাড়িতে নীল বাতি লাগিয়ে আইপিএস অফিসারদের মতোই ঘুরতেন রাজর্ষি৷ ডিআইজি বা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মর্যাদার অফিসাররা যে ধরনের স্টার ব্যবহার করেন, সেই ধরনের স্টারও ব্যবহার করতেন এই ভুয়ো আইপিএস৷ নিজেকে কেন্দ্রীয় এজেন্সির অফিসার বলে পরিচয় দিতেন৷ এনআইএ-র স্পেশাল মিশনে রয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে দাবি করতেন রাজর্ষি৷ তাঁর কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ দুটোই বিদেশি৷ জানা গিয়েছে, এক ব্যক্তিকে এই ভুয়ো আইপিএস হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চেয়েছিলেন তিনি৷ আর কী কী প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে রাজর্ষি তা তদন্ত করা দেখা হচ্ছে৷  

আরও পড়ুন- ১৫ জেলায় মৃত্যু শূন্য! বাংলার করোনা গ্রাফে বড় স্বস্তি

রাজর্ষির দেহরক্ষীর কাছ থেকে পয়েন্ট ৭ এমএম পিস্তল, পয়েন্ট ৩২ বোরে রিভলভার ও ৬ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৩ লক্ষ টাকা৷ এই অত্যাধুনিক অস্ত্র তাঁরা কোথা থেকে কিনল তা খতিয়ে দেখা হচ্ছে৷ অভিযুক্ত অফিসারের আর্ম লাইসেন্স রয়েছে বলে দাবি করা হয়েছে৷ তবে যে লাইসেন্স দেখানো হচ্ছে, সেটি আদৌ আসল,নাকি ভুয়ো, তা নিয়েও সন্দেহ রয়েছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *