বাগদায় পুলিশের গুলি, বেপরোয়া লাঠিচার্জ, গুলিবিদ্ধ ৩

বাগদায় পুলিশের গুলি, বেপরোয়া লাঠিচার্জ, গুলিবিদ্ধ ৩

522eab2719faa1472a58121b456a1ec0

বাদগা:  বাগদার ৩৫ নম্বর বুথে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ৷ গুলিবিদ্ধ ৩৷ ঘটনায় উত্তপ্ত বাগদা৷ রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ৷ বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ তাঁদের৷ 

আরও পড়ুন- বিজেপি-তৃণমূল সংঘর্ষে অশান্ত খড়দহ, মাথা ফাটল বিজেপি কর্মীর

পুলিশের গুলিতে জখম হয়েছেন তিন জন৷ পুলিশের রুলের আঘাতেও আহত হয়েছেন বেশ কয়েকজন৷ শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগ, গুলিবিদ্ধ যুবক মৃত্যুঞ্জয় সাঁতরাকে উদ্ধার করে হাসাপতালে নিয়ে যেতে দিচ্ছে না পুলিশ৷ তিনি গুলিবিদ্ধ অবস্থাতে ঘরেই পড়ে রয়েছেন৷ ডান হাতে গুলি লেগেছে তাঁর৷ ওই যুবকের অভিযোগ, গুলি চালিয়েছে বাগদা থানার পুলিশ৷ 

প্রসঙ্গত, আজ  সকাল থেকেই উত্তপ্ত ছিল বাগদার রংপুর৷ এখানে তৃণমূল নয়, বিজেপি’র ক্যাম্প অফিস ভেঙে দেয় পুলিশ৷ পরে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও হয়৷ দোকানপাটও ভাঙচুর করা হয়৷ এর পর অবশ্য পরিস্থিতি শান্ত হয়ে যায়৷ কিন্তু পরে ফের দশ গাড়ি পুলিশ আশে৷ গ্রামবাসীদের উপর বপরোয়া ভাবে লাঠি চালানো হয়৷ লাঠিচার্জ করা হয় মহিলাদের উপরেও৷ কিন্তু কেন গুলি চালল তা বুঝতে পারছে না গ্রামবাসীরা৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশের ভয়ে আহতদের নিয়ে হাসপাতালে যেতে পারছেন না গ্রামের মানুষ৷ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও খবর৷ তবে আহতরা কেউই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেই জানানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *