বিজেপি-তৃণমূল সংঘর্ষে অশান্ত খড়দহ, মাথা ফাটল বিজেপি কর্মীর

বিজেপি-তৃণমূল সংঘর্ষে অশান্ত খড়দহ, মাথা ফাটল বিজেপি কর্মীর

খড়দহ:  বাকি পাঁচ দফার মতোই অশান্ত ষষ্ঠ দফা৷ সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনা, বোমাবাজি, সংঘর্ষের খবর মিলেছে৷ অশান্তির আঁচ লাগেছে খড়দহেও৷ 

আরও পড়ুন- রণক্ষেত্র বীজপুর, শুভ্রাংশর বাড়ির সামনেই চলল তাণ্ডব, তঠনছ তৃণমূলের ক্যাম্প

অভিযোগ, এদিন খড়দহ বিধানসভার বন্দিপুর গোলদারপাড়া রুম কমিউনিটি সেন্টারের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় বিজেপি৷  বিজেপি’র দুই কর্মী তৃণমূল ক্যাম্প অফিসে আচমকা ঢুকে আসে৷ তারপর সেখানে ভাঙচুর চালায় তারা৷ এর কিছুক্ষণ পর পাল্টা হামলা চালায় তৃণমূল৷ শাসক শিবিরের কিছু কর্মী ওই দুই বিজেপি কর্মীর মধ্যে একজন মলয় চট্টোপাধ্যায় ওরফে পাপাই এর ওপর চড়াও হয়৷ তাঁকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যায় তাঁর বাড়ির লোকজন৷ অপর এক বিজেপি কর্মীকে যারা মারধর করতে এসেছিল, তারাই তুলে নিয়ে যায়৷ কিন্তু বিজেপির পাল্টা অভিযোগ, সকাল থেকে তৃণমূলের ওই বুথ ক্যাম্প থেকে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছিল৷ তারা প্রতিবাদ করায় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে৷ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাঁদের দাবি, বিজেপি কর্মীরাই প্রথমে তাদের ক্যাম্পে ভাঙচুর চালায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =