Aajbikel

সংক্রান্তির পরও দেখা নেই তার! রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস কবে? যা জানাচ্ছে হাওয়া অফিস

 | 
শীত

 কলকাতা: মকর সংক্রান্তি শেষে মাঘের শুরু বাংলায়৷ কিন্তু, শীতের দেখা নেই৷ বিনা শীতেই কেটেছে বাঙালির পৌষ পার্বন৷ হাওয়া অফিসের আশ্বাস ছিল, মাঘের শুরু থেকে ফের ছন্দে ফিরবে শীত৷ সোমবার থেকে ঠাণ্ডা অনুভব করবে কলকাতার মানুষ৷ কিন্তু, কোথায় শীত? সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলিসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সোমবার সকালে কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ 

 আরও পড়ুন- ডাকাত ধরতে গিয়ে কেন সঙ্গে নেওয়া হয়েছিল সিভিক ভলান্টিয়ারকে? দক্ষিণেশ্বরকাণ্ডে উঠছে প্রশ্ন

আবহবিদরা জানিয়েছিলেন, মকর সংক্রান্তির কয়েক দিন আগে থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী থাকবে। কিছু সময়ের জন্য উধাও হবে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বেশ কিছু দিন ধরেই উত্তুরে হাওয়ার দাপট কম। বরং এই ক’দিন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই তাপমাত্রা ধীরে ধীরে উর্ধ্বমুখী হয় বলে মৌসম ভবন সূত্রে খবর। তবে শীত প্রেমী মানুষের জন্য সুখবর৷ খুব শীঘ্রই রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ ঝড়ের গতিতে দ্বিতীয় ইনিংস খেলবে শীত।

বিগত কয়েক দিনে ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের নামে পড়েছে ‘নিখোঁজ’ পোস্টার। উষ্ণ আবহে মাটি হয়েছে পিকনিক এবং পিঠের আনন্দ। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় তাপমাত্রার হেরফের হলেও দার্জিলিং-কার্শিয়াঙে ঠিল হাড় কাঁপানো ঠান্ডা। এদিকে, সিকিমের আগামী ২৪ ঘণ্টায় সিকিমে তুষারপাত এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে আরও জাঁকিয়ে শীত পড়তে চলছে দার্জিলিং এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে৷ 

Around The Web

Trending News

You May like