জানুয়ারি শেষের আগেই কি বিদায়ের পথে শীত? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

জানুয়ারি শেষের আগেই কি বিদায়ের পথে শীত? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

 কলকাতা: জানুয়ারি মাসের শুরুতেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছিল শীত৷ কিন্তু ক্রিজে দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি৷ ধীরে ধীরে চড়ছে পারদ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ বাড়বে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা৷ এর ফলে দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের৷ তবে আগামী তিন দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। একই রকম ঠান্ডা থাকবে।  

আরও পড়ুন- পাখির চোখ নির্বাচন! দু’দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা

গত ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিনের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির গণ্ডি পার করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ 

সোমবার কলকাতায় ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে৷ সেই সঙ্গে উধাও হবে শীতের আমেজ৷ আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী তিন চার দিনে আরও দু’থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

আরএমসির ওয়েবসাইট অনুযায়ী, আগামিকাল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৮ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই পূর্বাভাস৷