ব্যাটিং শুরু শীতের, একধাক্কায় পারদ পতনে সোমবারই এপর্যন্ত মরশুমের শীতলতম দিন

ব্যাটিং শুরু শীতের, একধাক্কায় পারদ পতনে সোমবারই এপর্যন্ত মরশুমের শীতলতম দিন

কলকাতা: নিম্নচাপের ভ্রূকুটি সরতেই গুটি গুটি পায়ে বঙ্গে ঢুকে পড়ল শীত৷ ভোরবেলায় উত্তুরে হাওয়ায় বেশ কাপুনি ধরছে৷ এই কনকনানি ভাবই জানান দিচ্ছে শীত এসে গিয়েছে৷ গত সপ্তাহের শেষ থেকেই পারদ নামতে শুরু করেছিল৷ গত ২৪ ঘণ্টায় আরও পারদ পতন হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ এবং এখনও পর্যন্ত সোমবারই এই মরশুমের শীতলতম দিন৷ 

আরও পড়ুন- এবার কি তবে স্থায়ী হবে শীত? কী বলছে আবহাওয়াবিদরা?

বারবার নিম্নচাপের জেরে বঙ্গে ঢোকার পথে বাধা পাচ্ছিল শীত৷ এদিকে, উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই শুরু করে গিয়েছে শীতের ইনিংস৷ সোমবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে৷ রোদ ঝলমলে আকাশে হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া৷ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে এখনও পর্যন্ত সবচেয়ে শীতলতম দিন৷ রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রা থাকবে প্রায় ৩ ডিগ্রি কম৷ 

এ বছর সময়মতোই দোরগোড়ায় হাজির হয়েছিল শীত৷ ইনিংস শুরুর চেষ্টা করলেও বারবার বাধা হয়ে দাঁড়ায় নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া নিম্নচাপের জেরে বাতাসে মেশে প্রচুর পরিমাণে জলীয় বাস্প৷ যার জেরে আকাশ মেঘলা হয়েছে। পাচিল তুলেছে উত্তুরে হাওয়ার প্রবেশ পথে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রাও ছিল অনেক বেশি। সেই পাচিল সরতেই ঢুকেছে শীত। আগামী কয়েক দিন এমনই ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, দিল্লিতে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ রাজস্থানে ধরেছে হাড় কাঁপুনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =