কলকাতা: ফেব্রুয়ারি পড়তেই উধাও শীত৷ প্রেমের মাসে মিসিং শীতের আমেজ৷ ক্রমেই চড়ছে পারদ৷ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে৷ সকালে থাকছে কুয়াশার দাপট৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ প্রায় পাকাপাকিভাবেই বিদায় নেবে৷
আরও পড়ুন- মিলল বান্ডিল বান্ডিল নগদ! ফের অর্থ উদ্ধার কলকাতায়
কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে৷ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে৷ ভোরের দিকে এবং সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে৷ রাজ্যের বাকি অংশে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে৷ হাওয়া অফিস জানাচ্ছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে। বৃহস্পতিবার কিছু স্থিতিশীল থাকলেও শনিবার এবং রবিবার আবারও তাপমাত্রা বাড়বে৷ সোম এবং মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে৷ মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে’তে বেশ কিছুটা নীচেই থাকবে পারদ।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৫ শতাংশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>