Aajbikel

মিলল বান্ডিল বান্ডিল নগদ! ফের অর্থ উদ্ধার কলকাতায়

 | 
টাকা

কলকাতা: সচারচর যা দেখা যায় না সেটাই শহর কলকাতায় ঘটছে একাধিকবার। আবার বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহর। এবারও তা উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, বালিগঞ্জের একটি অফিস থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে এবং এই টাকার সঙ্গে কয়লা পাচারকাণ্ডের যোগ আছে বলেই খবর। এদিন বুধবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার এই টাকা।

আরও পড়ুন- ব্রেকিং: রাজ্যপালের ভাষণের মাঝেই তুমুল হট্টগোল! কাগজ ছুড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

ইডি সূত্রে খবর, বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিয়ে এই অর্থ উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা হওয়ায় তা গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে যন্ত্র এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ১ কোটি বলেই জানা গিয়েছে। গোয়েন্দা সংস্থার অনুমান, এই অফিসের মাধ্যমেই কয়লা পাচার কাণ্ডের কালো টাকা সাদা করা হত। এও খবর মিলেছে, বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই গোয়েন্দারা এই অফিসের সন্ধান পেয়েছিলেন। আর সেখানে হানা দিয়েই উদ্ধার বিপুল অঙ্কের টাকা। 

অনুমান করা হচ্ছে, এই অফিসের অন্যান্য অনেক জায়গাতেও টাকা লোকানো থাকতে পারে। তাই জোরকদমে তল্লাশি চালাচ্ছি ইডি। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসের কর্মচারীদেরও। ইডির প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দেড় কোটির কাছাকাছি গিয়ে ঠেকতে পারে।   

Around The Web

Trending News

You May like